মঙ্গলবার ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র  স্বাধীনতা দিবস উদযাপন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ৩১ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   45 বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র  স্বাধীনতা দিবস উদযাপন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
গত ২৬ মার্চ মংগলবার  নিউইর্য়কের জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে অত্যন্ত ভাবগম্ভীর্য ও সৌহার্দপূর্ন পরিবেশের মধ্য দিয়ে চবি”র সাবেক শিষার্থী ও কমিউনিটির বিশিষ্ঠ ব্যক্তিবর্গের  উপস্থিতিতে ইফতার দোয়া মাহফিল ও স্বাধীনতা দিবস ২০২৪ অনুষ্ঠিত হয়।
চবি এলামনাইয়ের প্রেসিডেন্ট প্রফেসর সোলায়মানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বদিউল আলমের পরিচালনায় ইফতার পূর্ব আলোচনায় এলামনাইয়ের সাবেক সভাপতিবৃন্দ, সিনিয়র এলামনাই ও নেতৃবৃন্দের মধ্যে যারা অংশগ্রহন করেন
সাবেক সভাপতি শামসুল ইসলাম মজনু, ডঃ.আবুল কাসেম,প্রফেসর কাজী ইসমাইল,এমলাক হোসেন ফয়সাল,প্রধান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল আহমেদ, এটর্নী আজিজ ,  এম এম মাওলা সুজন, মাকসুদুল হক চৌধুরী,
 মোঃ খালিদ এবং জিয়াউন নুজুম শীতক সহ  অন্যান্য আনেক নেতৃবৃন্দ।আলেচনায় বক্তারা বলেন স্বাধীনতার ৫৩ বছরেও বাংলাদেশের মানুষ আজও পরাধীন। দেশের মানুষের অর্থনৈতিক সামাজিক নিরাপত্তা আজও হুমকির মূখে। বাংলাদেশের এমন শোচনীয় অবস্হার জন্য দেশের রাজনৈতিক দলগুলোকেই দায়ী করেন বক্তারা।সাধারন মানুষের দেশপ্রেম নিঁযে কোনো প্রশ্ন না থাকলেও রাজনিতীবিদদের ব্যাপারে অনেক প্রশ্ন আজ মানুষের মূখমুখে। দেশের এমন পরিস্থিতিতে সর্বস্তরের মানুষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।
সভাপতি প্রফেসর সোলায়মান উপস্হিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামি ০৭ জুলাই এলামনাইএর বার্ষিক বনভোজন ২০২৪ এ অংশগ্রহন করার আমন্ত্রন জানিয়ে অনুস্ঠানের প্রথম পর্বের সমাপ্তি ঘোষনা করেন।
ইঁফতার পূর্ব দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চবি এলামনাই ও আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদালঁযের সাবেক রেজিস্টার ডঃ মাহবুবুরুর রহমান।গাঁজার নির্জাতিত মুসলমানসহ সারা বিশ্বের মুসলমানদের জন্য বিশেষভাবে দোয়াকরা হয়

Facebook Comments Box

Posted ১:১৪ পূর্বাহ্ণ | রবিবার, ৩১ মার্চ ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com