রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ওটিটি কখনো স্টার তৈরি করতে পারে না: কঙ্গনা

বিনোদন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   168 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ওটিটি কখনো স্টার তৈরি করতে পারে না: কঙ্গনা

কঙ্গনা রনৌতে এখন বলিউডের মধ্যমণি। নাহ, ছবির জন্য নয়। বরং হিমাচল থেকে বিজেপির প্রার্থী হয়ে বলিউডে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন কঙ্গনা। যদিও কঙ্গনার সরাসরি রাজনীতিতে আসার বিষয়টি আগেই জল্পনাতে ছিল।

নিন্দুকরা বলছেন, যেভাবে কঙ্গনা গেরুয়া শিবিরের বড্ড আপন হয়ে উঠেছিলেন, তাতে কঙ্গনার বিজেপির টিকিট প্রাপ্তি মোটেই সারপ্রাইজ নয়। তবে এসব আলোচনার মাঝে, কঙ্গনার ফিল্মি কেরিয়ার নিয়ে প্রশ্ন উঠেছে। সিনেমহল মনে করছে, রাজনীতিতে এসে কঙ্গনা ভুলই করলেন। কেননা, এমনিতেই একের পর এক ফ্লপ ছবি দিয়ে কঙ্গনা ক্লান্ত। তার উপর পুরোদস্তুর রাজনীতি এলে, অভিনয়টা ভুলেই যাবেন তিনি।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ছবি ফ্লপ নিয়ে মুখ খুললেন কঙ্গনা। শাহরুখের প্রসঙ্গ টেনে কঙ্গনা বুঝিয়ে দিলেন তিনিই এখন বলিউডের ‘লেডি শাহরুখ’!

কঙ্গনার কথায়, ‘১০ বছর ধরে শাহরুখ কোনও হিটের মুখ দেখেননি। তারপর দেখুন ‘পাঠান’, ‘জওয়ান’, ‘ডাঙ্কি’ ব্লকবাস্টার! সবার কেরিয়ারেই এমনটা হয়। যখন আমারও পরপর ছবি ফ্লপ হচ্ছিল, তারপর কুইন সুপারহিট হল। তারপর বহু বছর পর মণিকর্ণিকা সুপারহিট হল। এরপর আমার এমারজেন্সি আসছে। এই ছবিও দর্শকরা পছন্দ করবেন। আমি বিশ্বাস করি।’

এরপরই কঙ্গনা যেন একটু চটেই গেলেন। বলিউড স্টারদের ওটিটিতে পা রাখার প্রসঙ্গে তিনি বলেন, ‘ওটিটি স্টার তৈরি করতে পারে না। আমরা তারকা। আমাদের চাহিদা রয়েছে। পর্দাতেই আমাদের মানুষ দেখবে। ওটিটি পা দেওয়া মানে সহজলভ্য। আমি আর্ট অ্য়ান্ড ক্রাফ্টকে মান্যতা দিতে চাই। শুধু টিকে থাকার জন্য ওটিটিতে আসতে পারব না।’

Facebook Comments Box

Posted ১১:৩০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com