মঙ্গলবার ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গিয়াস আহমেদের ব্যক্তিগত অনুষ্ঠানে প্রভাবশালী কংগ্রেসওম্যান রাশিদা তালাইব

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ০৫ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   350 বার পঠিত   |   পড়ুন মিনিটে

গিয়াস আহমেদের ব্যক্তিগত অনুষ্ঠানে প্রভাবশালী কংগ্রেসওম্যান রাশিদা তালাইব

মূূলধারার রাজনীতিক গিয়াস আহমেদের ব্যক্তিগত অনুষ্ঠানে যোগদান করেছিলেন যুক্তরাষ্ট্রের উদীয়মান ও প্রভাবশালী কংগ্রেসওম্যান রাশিদা তালাইব। গত ২ মার্চ শনিবার লং আইল্যান্ডস্থ গিয়াস আহমেদের বাসভবনের এই অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন। কমিউনিটির অনেক নেতৃবৃন্দ তাকে সম্বর্ধনা জানান । কংগ্রেসওম্যান রাশেদা তালাইব গর্বিতভাবে মিশিগানের ১২তম ডিস্ট্রিক্টের প্রতিনিধি হিসেবে কাজ করে যাচ্ছেন। রাশিদা তালাইব একজন সুপরিচিত প্রগতিশীল যোদ্ধা । তিনি নিজেকে একজন মা, একজন বোন ও ন্যায় বিচারের জন্য যোদ্ধা বলে দাবি করেন। ২ সন্তানের জননী তিনি। রাজনীতি নিয়ে তার মধ্যে এক ধরনের আবেগ কাজ করে। তা হলো মানুষের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করা। জীবনকে এগিয়ে নেবার জন্য অবিরাম লেগে থাকা। তিনি বাবা মা’র ১৪ সন্তানের মধ্যে বড়। মিশিগানের ডেট্রয়েটে জন্ম গ্রহন করেন। ফিলিস্থিনি অভিবাসী পিতামাতার গর্বিত কন্যা। রাশিদা ২০০৮ সালে মিশিগান স্টেট আইনসভায় প্রথম মহিলা সদস্য হিসেবে কাজ করে ইতিহাস তৈরি করেছিলেন। তিনি পরিবেশ রক্ষার আন্দোলনে মিশিগানে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। তিনি আমেরিকাসহ সারা বিশ্বে হিউম্যান রাইটসের একজন বিপ্লবী কন্ঠস্বর। প্যালেস্টাইনের স্বাধীনতার জন্য তিনি আপ্রান চেষ্টা করে যাচ্ছেন।


অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গিয়াস আহমেদ, ড. মাসুদুর রহমান,আসেফ বারী টুটুল,ফাহাদ সোলায়মান,মোহাম্মদ আলী,খাজা মিজানুর রহমান,সৈয়দ ওমর হাসান, ড. সাইদুর রহমান চৌধুরী, মোহাম্মদ হাশেম, ড. জুনন চৌধুরী,নুরুল আজিম, ড. বর্ণালী হাসান,আব্দুর রহিম হাওলাদার,আহসান হাবিব, রাজিব হক,কামাল সিদ্দিকী, মুশতাক আহমেদ, রফিক খান, দুলাল বেদু,শাহিনুর রহমান ও সৈয়দ মুস্তাকিন, আমিন মেহেদি, রুবেল তালুকদার, মাকসুদুল এইচ চৌধুরী, গোলাম ফারুক শাহীন,  এডভোকেট মাহবুবুর রহমান ও মাজেদা উদ্দীন। অতিথিরা কংগ্রেসওম্যান রাশিদার নির্বাচনী তহবিলে অর্থ প্রদান করে সহায়তা করেন।

Facebook Comments Box

Posted ৩:৪৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৫ মার্চ ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com