রবিবার ২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

ওয়ারফেজের লিগ্যাসি কনসার্ট ট্যুর স্থগিত

বিনোদন ডেস্ক   |   শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   19 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ওয়ারফেজের লিগ্যাসি কনসার্ট ট্যুর স্থগিত

যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও কানাডায় একের পর এক কনসার্টের মধ্য দিয়ে সংগীত ভুবনে চার দশক পূর্তি উদযাপন করে যাচ্ছিল ওয়ারফেজ। হঠাৎ করে বাধা পড়ল দেশের শীর্ষ এই ব্যান্ডের ‘ফোরটি ইয়ার্স লিগ্যাসি কনসার্ট ট্যুর’। ব্যান্ডের পক্ষ এলো এই কনসার্ট ট্যুর স্থগিত করার ঘোষণা; যা নিয়ে ব্যান্ডের ভক্ত-অনুরাগীরা একদিকে যেমন হতাশ, তেমনি তাদের মনে বিষয়টি নিয়ে জন্ম নিয়েছে নানা প্রশ্ন।

এবার ওয়ারফেজ একটি বিবৃতির মাধ্যমে প্রকাশ করল ‘ফোরটি ইয়ার্স লিগ্যাসি কনসার্ট ট্যুর’ স্থগিত রাখার কারণ।

বিবৃতিতে বলা হয়েছে, প্রিয় ভক্তরা, আপনারা জানেন, ওয়ারফেজের ফোরটি ইয়ার্স লিগ্যাসি কনসার্ট ট্যুর ইতোমধ্যে সফলভাবে ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে, ২০২৫ সালের শুরুত অস্ট্রেলিয়ায় এবং সেপ্টেম্বর ও অক্টোবর মাসে কানাডায় অনুষ্ঠিত হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের অক্টোবরের শেষ দিক থেকে বাংলাদেশে নেশনওয়াইড এই ট্যুর আয়োজন করার প্রস্তুতি চলছিল। এইজন্য আমরা কিছু ইভেন্ট ম্যানেজমেন্ট এজেন্সির সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করেছিলাম। পাশাপাশি জানুয়ারি মাসে একটি গালা কনসার্ট আয়োজনের প্রস্তুতিও চলছিল। এ লক্ষ্যে আমরা বিভিন্ন শিল্পীর সঙ্গে আলোচনা করেছি এবং তারাও পারফর্ম করার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন। স্পন্সররাও যথেষ্ট আগ্রহী ছিলেন। কিন্তু দুঃখজনকভাবে, গত কয়েক মাস ধরে দেশের সার্বিক পরিস্থিতি অনুকূলে না থাকায় আমরা এই লিগ্যাসি কনসার্ট ট্যুর আয়োজন করতে পারিনি। প্রয়োজনীয় অনুমতি পাওয়া যাচ্ছে না এবং অনেক ক্ষেত্রেই শেষ মুহূর্তে কনসার্ট স্থগিত বা বাতিল হয়ে যাচ্ছে, যেটিতে শিল্পী এবং সংগঠকরা অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছেন; যা আপনারাও ইতোমধ্যে লক্ষ্য করেছেন। এই বাস্তবতা এবং সামগ্রিক ঝুঁকি বিবেচনায় নিয়ে আমরা মনে করছি, এই মুহূর্তে লিগ্যাসি কনসার্ট ট্যুর ও গালা কনসার্ট আয়োজন করা সম্ভব বা যুক্তিযুক্ত নয়।

বিবৃতিতে আরও বলা হয়, আমরা আন্তরিকভাবে আশা করি, আগামী বছরের শেষের দিকে যদি সবকিছু স্বাভাবিক এবং সবকিছু অনুকূলে থাকে, তাহলে নতুন করে পরিস্থিতি মূল্যায়ন করে এই কনসার্টগুলো আয়োজনের চেষ্টা করব। বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশে নেশনওয়াইড ট্যুর এবং গালা কনসার্ট আয়োজন করতে না পারার জন্য আমাদের প্রিয় ভক্তদের কাছে আমরা গভীরভাবে দুঃখ প্রকাশ করছি।

প্রসঙ্গত, গানের ভুবনে পথচলার চার দশক পূর্ণ করেছে দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড ওয়ারফেজ। গত বছর ৬ জুন চার দশকের মাইলফলক স্পর্শ করে রক-মেটাল ঘরানার এই ব্যান্ড। জনপ্রিয়তা ধরে রেখে দীর্ঘ এই সংগীত সফরকে স্মরণীয় করে রাখার প্রয়াসে ওয়ারফেজ সদস্যরা দেশ-বিদেশে কনসার্টের পাশাপাশি অ্যালবাম ও স্যুভেনির প্রকাশনা ছাড়াও বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি নিয়েছিল।

Facebook Comments Box

Posted ২:৪৩ অপরাহ্ণ | শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com