রবিবার ২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

আসামে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, ৫ বগি লাইনচ্যুত

আন্তর্জাতিক ডেস্ক   |   শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   20 বার পঠিত   |   পড়ুন মিনিটে

আসামে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, ৫ বগি লাইনচ্যুত

ভারতের আসাম রাজ্যে দিল্লিগামী একটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অন্তত সাত হাতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় রাজধানী এক্সপ্রেসের ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। শুক্রবার দিবাগত রাতে আসামের হোজাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় কোনো যাত্রীর হতাহতের খবর মেলেনি। খবর টাইমস অব ইন্ডিয়ার

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাস্থলটি আসামের রাজধানী গুয়াহাটি থেকে প্রায় ১২৬ কিলোমিটার পূর্বে। ঘটনার পরপরই উদ্ধারকারী ট্রেন ও রেল কর্মকর্তারা সেখানে পৌঁছে উদ্ধার ও লাইন স্বাভাবিক করার কাজ শুরু করেন।

রেলওয়ে সূত্র জানায়, দুর্ঘটনার সময় শতাধিক হাতির একটি পাল রেললাইন অতিক্রম করছিল। লোকো পাইলট জরুরি ব্রেক চাপেন, কিন্তু হাতির পালের সঙ্গে সংঘর্ষ এড়ানো যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে ঊর্ধ্বতন রেল কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত বগির যাত্রীদের অন্য কোচে স্থানান্তর করেন। পরে ট্রেনটি সকাল ৬টা ১৫ মিনিটে গুয়াহাটির উদ্দেশে যাত্রা শুরু করে।

এদিকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘটনায় দুঃখ প্রকাশ করে বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন। এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘আজকের এই মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় তিনটি প্রাপ্তবয়স্ক ও চারটি শাবকসহ সাতটি হাতির মৃত্যুর ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।’

Facebook Comments Box

Posted ২:৫১ অপরাহ্ণ | শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com