জাতীয় ডেস্ক | রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 34 বার পঠিত | পড়ুন মিনিটে
জুলাইযোদ্ধাদের নিরাপত্তায় কমিটি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই কমিটির চূড়ান্ত অনুমোদনের জন্য আজ রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রস্তাব পাঠানো হবে। প্রধান উপদেষ্টার অনুমোদন পেলে সার্বিক বিষয় পর্যালোচনা করে জুলাইযোদ্ধাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে কাজ করবে এই কমিটি। এ জন্য বিশেষ একটি সেল গঠন করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। শনিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৈঠক সূত্রে জানা যায়, জুলাইযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি ও বিভিন্ন বাহিনীর প্রধানদের নিয়ে একটি বিশেষ কমিটি গঠনের কাঠামো তৈরি করা হয়েছে। আজ প্রধান উপদেষ্টা কমিটির অনুমোদন দিলে কার্যক্রম শুরু হবে। এরপর কমিটির সুপারিশের আলোকে নির্বাচনকালীন জুলাইযোদ্ধাদের নিরাপত্তা দেবে সরকার।
ওসমান হাদিকে গুলি করা ব্যক্তিকে ধরিয়ে দিলে পুরস্কার
কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে গুলি করা ব্যক্তিকে ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। ওসমান হাদির ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ অন্তর্বর্তী সরকার গভীর দুঃখ প্রকাশ করেছে। বিষয়টিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, আপনারা সবাই হাদির জন্য দোয়া করবেন। তিনি ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। এই হামলায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এ ব্যাপারে আমরা জনগণের সার্বিক সহযোগিতা পাব বলে বিশ্বাস করি। হাদির ওপর আক্রমণের ঘটনা সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করার অপপ্রয়াস বলে আমরা মনে করি। নির্বাচনকে বাধাগ্রস্ত বা বানচাল করার সব চেষ্টা সরকার দমন করবে।
নির্বাচনের তপশিল ঘোষণার পরদিন গত শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন ওসমান হাদি।
চালু হচ্ছে ডেভিল হান্ট ফেজ-২
জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট টেররিস্ট দমনে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ চালু করা হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। এর আগে গত ৮ ফেব্রুয়ারি থেকে সন্ত্রাস দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধীকে আইনের আওতায় আনতে অপারেশন ডেভিল হান্ট-১ শুরু করেছিল সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা নির্বাচনে অংশ নেবেন, তারা যদি আগ্নেয়াস্ত্র চান, তাদের লাইসেন্স দেওয়া হবে। এ ছাড়া নির্বাচনে অংশ নিতে যাওয়া যাদের আগ্নেয়াস্ত্র সরকারের কাছে জমা থাকে, সেগুলো ফেরত দেওয়া হবে।
তারেক রহমানের জন্য সর্বোচ্চ নিরাপত্তা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে তাঁর নিরাপত্তায় কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে– এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার তারেক রহমানের নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে। তাঁর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।
ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, আইজিপি বাহারুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
Posted ১২:৩৬ অপরাহ্ণ | রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
nykagoj.com | Stuff Reporter