রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সচিবালয়ে ঢুকতে পারছেন না কর্মকর্তা-কর্মচারীরা

জাতীয় ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   130 বার পঠিত   |   পড়ুন মিনিটে

সচিবালয়ে ঢুকতে পারছেন না কর্মকর্তা-কর্মচারীরা

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন প্রায় ছয় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে আসলেও বন্ধ রয়েছে সচিবালয়ের ৭ নম্বর ভবনের সব কটি ফটক বন্ধ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্মকর্তা-কর্মচারীরা কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। এ কারণে সচিবালয়ের সামনে অপেক্ষা করছেন তারা।

বৃহস্পতিবার সকাল পৌনে আটটা থেকে কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ে আসতে শুরু করেন। সকাল ৯টা থেকে অফিস সময় শুরু হলেও আগুন লাগার ঘটনা শুনে অনেকে আগে থেকে আসতে শুরু করেন। তবে ভেতরে ঢুকতে না পেরে সচিবালয়ের সামনে অবস্থান করছেন তাঁরা।

এসময় স্বাস্থ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সচিবালয়ের সামনে অপেক্ষা করতে দেখা যায়।

সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার পর শিক্ষা ভবন থেকে সচিবালয়ের ঢোকার রাস্তাটি বন্ধ রয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, সবকিছু পরিষ্কার করার আগপর্যন্ত ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হবে না।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, সচিবালের আগুন নিয়ন্ত্রণে এসেছে আটটা পাঁচ মিনিটে। তবে এখনো সম্পূর্ণ নির্বাপন করা সম্ভব হয়নি। নির্বাপনের কাজ চলছে।

এর আগে রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ওই ভবনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এর মিনিট দুয়েক পরই সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়লে একে একে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট অগ্নিনির্বাপণ কাজে যোগ দেয়।

Facebook Comments Box

Posted ৩:৫৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com