রবিবার ২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল, সূর্য সন্তানদের স্মরণ

জাতীয় ডেস্ক   |   মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   34 বার পঠিত   |   পড়ুন মিনিটে

জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল, সূর্য সন্তানদের স্মরণ

মুক্তিযুদ্ধের স্মৃতির প্রতীক জাতীয় স্মৃতিসৌধে মহান বিজয় দিবসে মানুষের ঢল নেমেছে। নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে যাদের প্রাণের বিনিময়ে বাংলার বুকে অর্জিত হয়েছে নতুন এক ভূখণ্ড, এই শ্রদ্ধা তাদের প্রতি। জাতির সূর্য সন্তানদের স্মরণ করতে আজ মঙ্গলবার ভোর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ ফুল নিয়ে জাতীয় স্মৃতিসৌধে ভিড় করেন।

সকাল থেকে বিভিন্ন সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা স্মৃতিসৌধ প্রাঙ্গণে আসেন। তাদের হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন। তারা স্মৃতিসৌধ প্রাঙ্গণে আসছেন ১৯৭১ সালে শহীদ হওয়া বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে। মানুষের শ্রদ্ধা আর ভালোবাসার ফুলে ভরে উঠেছে স্মৃতিসৌধের বেদি।

ধামরাই থেকে পরিবারের সঙ্গে জাতীয় স্মৃতিসৌধে এসেছে স্কুলপড়ুয়া উর্মি আক্তার। সে বলে, ‘আমি মুক্তিযুদ্ধ দেখিনি। তবে মুক্তিযুদ্ধ সম্পর্কে বইয়ে পড়েছি। আজ আমি পরিবারের সঙ্গে প্রথম জাতীয় স্মৃতিসৌধে এসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালাম।’

মানিকগঞ্জ থেকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘যাদের জন্য দেশ স্বাধীন হয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছরই জাতীয় স্মৃতি আসি। এবারও এসে বীর শহীদদের ফুলের শ্রদ্ধা জানিয়েছি।’

শ্রদ্ধা জানাতে আসা কলেজ শিক্ষক রেদোয়ান আহমেদ বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা অর্জন করেছি। জাতির সেই সূর্য সন্তানদের স্মরণ করছি জাতীয় স্মৃতিসৌধে এসে। দিনটি আমাদের গৌরবের। দেশের জন্য আত্মদানকারী সব বীরদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।’

প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সকাল ৬টা ৫৬ মিনিটে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

বাসস জানায়, এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর চৌকস একটি দল রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করে। বিউগলে করুণ সুর বেজে ওঠে। পরে প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধে সংরক্ষিত দর্শনার্থী বইয়ে সই করেন। প্রধান বিচারপতি, অন্তর্বর্তী সরকারের অন্য উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, কূটনীতিকসহ উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১১:১৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com