জাতীয় ডেস্ক | শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 23 বার পঠিত | পড়ুন মিনিটে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তিনি।
ওসমান হাদির জানাজায় অংশ নিতে সকাল থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল নামে। ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’—এমন স্লোগান দিয়ে সবাই মানিক মিয়া অ্যাভিনিউয়েয়ে প্রবেশ করেন।
শরিফ ওসমান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। এসময় পুরো এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
বিকেল ৩টার দিকে হাদির মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলে পৌঁছায়।
সমাধিস্থলে ৪টার দিকে দাফন শেষে সংক্ষিপ্ত স্মৃতিচারণের পর মোনাজাতে অংশ নেন হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক।
Posted ২:৫৬ অপরাহ্ণ | শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
nykagoj.com | Stuff Reporter