
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 331 বার পঠিত | পড়ুন মিনিটে
নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের কোষাধ্যক্ষ পদে মাসুদ রানা তপন ও ডাইরেক্টর পদে এস উদ্দীন পিন্টু নির্বাচিত হয়েছেন। সামাজিক সেবামূলক সংগঠন নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের মাসিক সভায় আলোচনা সাপেক্ষে তারা নির্বাচিত হন। গত মঙ্গলবার সন্ধ্যা ৭টায় জেকসন হাইটস এর সানাই রেস্টুরেন্টের পার্টি হলে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন রকি আলিয়ান।
মাসিক এ সভায় বিভিন্ন আলোচনা সভায় অংশ নেন ডিস্ট্রিক্ট গভর্নর টেরি পালাডিয়া, ফার্টস ডিস্ট্রিক্ট ভাইস গভর্নর আসেফ বারী টুটুল, রি—জোন চেয়ার ও ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট শাহ নেওয়াজ, জোন চেয়ার মোহাম্মদ সাইদ, ভাইস প্রেসিডেন্ট আমেনা নেওয়াজ, ভাইস প্রেসিডেন্ট মুনমুন হাসিনা বারি, এস আলম, এফ এম ডি রকি,এম এন হায়দার মুকুট, শাহ শহিদুল হক, হাসান জিলানী ও আহমেদ সোহেল। হাউজে অধিকাংশ সমর্থনের মধ্য দিয়ে সাবেক কোষাধ্যক্ষ এফইএমডি রকির স্থলে নতুন কোষাধ্যক্ষ মাসুদ রানা তপন এবং মাসুদ রানা তপনের স্থলাভিষিক্ত হয়ে নতুন ডিরক্টর হন এএসএম মাঈনুদ্দিন পিন্টু। এসময় নতুন কোষাধ্যক্ষ ও ডিরেক্টরকে ডিস্ট্রিক্ট গভর্নর ট্যারি পালাডি শপথ বাক্য পাঠ করান।
এ সময় ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট ও রিজোন চেয়ার শাহ নেওয়াজকে ডিস্ট্রিক্ট ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে প্রার্থীতা ঘোষণা করা হয়।
Posted ১:৩১ পূর্বাহ্ণ | শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
nykagoj.com | Monwarul Islam