খেলা ডেস্ক | মঙ্গলবার, ০২ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | 67 বার পঠিত | পড়ুন মিনিটে
মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি–টোয়েন্টিতে হ্যাটট্রিক করেছেন বাংলাদেশের পেসার ফারিহা তৃষ্ণা। অস্ট্রেলিয়ার ইনিংসের শেষ তিন বলে এলিস পেরি, সোফি মলিনু ও বেথ মুনিকে আউট করে ক্যারিয়ারের দ্বিতীয় হ্যাটট্রিক পূর্ণ করেন বাংলাদেশের বাঁহাতি পেসার। মেয়েদের আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে একাধিক হ্যাটট্রিক করা তৃতীয় বোলার ফারিহা।
এর আগে, ২০২২ সালে মালয়েশিয়ার বিপক্ষে অভিষেকে প্রথম হ্যাটট্রিক করেছিলেন তিনি। ফারিহা ছাড়া বাংলাদেশের হয়ে ফাহিমা খাতুনের হ্যাটট্রিকের অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশের হয়ে প্রথম হ্যাটট্রিক করেন তিনি। ২০১৮ সালে আরব আমিরাতের বিপক্ষে।
মিরপুরে আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ১৬২ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে অস্ট্রেলিয়ার মেয়েরা। জবাবে ব্যাট করছে বাংলাদেশ। এছাড়া প্রথম ম্যাচে বাংলাদেশকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে অসিরা।
Posted ১০:১৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০২ এপ্রিল ২০২৪
nykagoj.com | Stuff Reporter