
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | 19 বার পঠিত
গিয়াস আহমেদের নেতৃত্বাধীন ফোবানা সম্মেলন উত্তর বারবিকিউ পার্টি অনুষ্ঠিত হলো গত ১২ সেপ্টেম্বর মঙ্গলবার। লং আইল্যান্ডের ডিক হিলস্থ ফোবানা চেয়ারম্যান গিয়াস আহমেদের বাসভবনে এ পার্টি অনুষ্ঠিত হয়। এতে ফোবানার কর্মকর্তাসহ কমিউনিটির বিশিষ্ঠ ব্যক্তিবর্গ অংশ নেন। গিয়াস আহমেদ ও তার স্ত্রী নীপা সবাইকে স্বাগত জানান। মধ্যরাত অবধি এ অনুষ্ঠানে সংগীত পরিবেশ করে সবাইকে মোহিত করে তোলেন সেলিম চৌধুরী।
বারবিকিউ পার্টিতে অংশগ্রহনকারিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন ডা. মাসুদুর রহমান, সৈয়দ এনায়েত আলী, নুরুল আজিম, আলমগীর খান আলম, মনোয়ারুল ইসলাম, সাহাবুদ্দিন সাগর,শাহাদৎ হোসেন রাজু, নিহার সিদ্দিকী, ওয়াহিদ কাজি এলিন, এটর্নি মীর মিজান, বেদু সামাদ ও ফরহাদ হোসেন প্রমুখ।
Posted ৫:২৪ অপরাহ্ণ | রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
nykagoj.com | Monwarul Islam