মঙ্গলবার ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

চতুর্থ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশের দাবিতে মানববন্ধন

বাংলাদেশ ডেস্ক   |   সোমবার, ০৪ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   170 বার পঠিত   |   পড়ুন মিনিটে

চতুর্থ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশের দাবিতে মানববন্ধন

চতুর্থ গণবিজ্ঞপ্তিতে বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক পদে নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থীরা দ্রুত যোগদান চান। এজন্য দ্রুত চূড়ান্ত সুপারিশ নিয়ে যোগদানের দাবি জানিয়ে মানববন্ধন করছেন প্রাথমিক সুপারিশপ্রাপ্তরা।

আজ সোমবার সকাল ১০টা থেকে রাজধানীর ইস্কাটনে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ের সামনে এই মানববন্ধন করছেন তারা।

চতুর্থ গণবিজ্ঞপ্তিতে চূড়ান্ত সুপারিশের অপেক্ষায় আছেন ৩২ হাজার শিক্ষক প্রার্থী। দেশের বিভিন্ন জেলার সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা মানববন্ধনে অংশ নিয়েছেন।

চতুর্থ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশের দাবি জানিয়ে তারা বলছেন, প্রাথমিক সুপারিশ পাওয়ার কয়েক মাস পার হলেও চূড়ান্ত সুপারিশ করা হচ্ছে না। এনটিআরসিএ কালক্ষেপণ করছে। ফলে পরিবারের সদস্যদের নিয়ে দুরবস্থায় সময় পার করছেন তারা। দ্রুত গণবিজ্ঞপ্তির দাবি জানান তারা।

মানববন্ধনে অংশ নেওয়া হবু শিক্ষক মো. ইমরান হোসেন বলেন, আমাদের পিঠ এখন দেওয়ালে ঠেকে গেছে।

সুমাইয়া জেরিন নামে আরেকজন জানান, এভাবে আর কতদিন রাস্তায় নামব আমরা শিক্ষক। স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরাই চেষ্টা করব লাগাতার। কিন্তু আমাদের ক্ষেত্রে বৈষম্য মানা যায় না। এসবের একটা ফয়সালা হোক, যে করেই হোক।

প্রসঙ্গত, চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয় ২০২২ সালের ২১ ডিসেম্বর। প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করা হয় গত ১২ মার্চ। এতে দেশের স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক পদে নিয়োগের জন্য ৩২ হাজারের বেশি প্রার্থীকে নির্বাচন করা হয়।

Facebook Comments Box

Posted ৮:১৩ পূর্বাহ্ণ | সোমবার, ০৪ সেপ্টেম্বর ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com