আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর দুই দিনব্যাপী লাগোর্ডিয়া মেরিয়ট হোটেলে অনুষ্ঠিত হবে পঞ্চম বাংলাদেশ কনভেনশন। কনভেশন প্রস্তুতি উপলক্ষ্যে কুইন্সের লংআইল্যান্ড সিটিতে ২৮ আগস্ট সন্ধ্যায় “মিট দ্যা প্রেস” নামে একটি সাংবাদিক সম্মেলন এবং বার্বিকিউ পার্টির আয়োজন করা হয়।
সাংবাদিক সম্মেলনে শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম জানান, এই কনভেশনে উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশী শিল্পীরাসহ বাংলাদেশ থেকে আমন্ত্রিত অনেক জনপ্রিয় শিল্পী অংশগ্রহণ করবেন। পঞ্চম বাংলাদেশ কনভেনশনের আহ্বায়ক হয়েছেন নাফিউল ইসলাম পান্না এবং সদস্য সচিব আলমগীর খান আলম, চেয়ারম্যান নুরুল আজিম, সভাপতি এমডি আব্দুর দিলীপ এবং চিR কোডিনেটর হিসেবে নিযুক্ত হয়েছেন মিয়া মোঃ দুলাল। সম্মেলনে অংশগ্রহনের জন্য প্রবাসী বাংলাদেশিদের আহবান জানানো হয়েছে। এতে কোন প্রবেশ মূল্য নেই
।
