
বিনোদন ডেস্ক | বুধবার, ২৩ আগস্ট ২০২৩ | প্রিন্ট | 109 বার পঠিত | পড়ুন মিনিটে
অভিনয় ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ও মডেল সাঈদ বাবু। এবার তাঁকে দেখা যাবে এক সিরিয়াল কিলারের চরিত্রে। ‘চমক সুন্দরী’ নামে ওয়েব সিনেমাটি নির্মাণ করছেন শাহীন সুমন।
সম্প্রতি এর দৃশ্যধারণ শেষ হয়েছে। ‘চমক সুন্দরী’ সত্যিকারের দুরন্ত সিরিয়াল কিলার। তৃতীয় লিঙ্গ প্রকৃতির মানুষটি সবকিছু দেখলে ভয় পেত। মোটা ও বড় মানুষ তার বেশি ভয়ের। সে খুব বীভৎসভাবে মানুষ খুন করত। কিন্তু অপারেশনের সময় তার চেহারা পাল্টে যেত। মাতাল অবস্থায় ক্ষুর, পেরেক, টিনের কৌটা, ব্লেড দিয়ে টার্গেট ব্যক্তিদের খুন করত সে। তার হত্যা কৌশল বিকৃত মস্তিষ্কের পরিচয় দেয়।
এতে অভিনয় প্রসঙ্গে সাঈদ বাবু বলেন, ‘ওয়েব সিনেমাটির গল্প অসাধারণ। চরিত্রটি নিয়ে অনেক খাটাখাটুনি করেছি। আমি কী করব, হাতে কী রাখব, কস্টিউম কী হবে– সব বিষয় নিয়ে ভাবতে হয়েছে। বাস্তবের চমক সুন্দরীর রূপ অনেক ভয়ংকর। ওই মানুষটা কীভাবে চলত তা জেনেছি। ভালোভাবে জেনেবুঝে ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। আশা করছি চরিত্রটি দর্শকের ভালো লাগবে।’ ‘চমক সুন্দরী’ রূপে তাঁকে সাজিয়েছেন হাসান খান। ওয়েব সিনেমাটি শিগগিরই একটি ওটিটি প্ল্যাটফর্মে উন্মুক্ত হবে বলে জানা গেছে।
একসময় টিভি নাটকে সাঈদ বাবু ব্যস্ত ছিলেন। সিনেমা ও ওটিটিতে ব্যস্ত হওয়ার কারণে এ মাধ্যমে কাজ কমিয়ে দিয়েছেন। খুব ভালো গল্প ও চরিত্র না পেলে অভিনয় করছেন না। কিছুদিন আগে সোয়ইবুর রাসেলের ‘নন্দিনী’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন সাঈদ বাবু। এটি এখন মুক্তির অপেক্ষায়। এতে সহজ-সরল এক যুবকের চরিত্রে অভিনয় করেছেন তিনি। কিন্তু সে কত ভয়ংকর, বিশেষ মুহূর্তে তা ফুটে ওঠে। তার বউকেও টাকার জন্য বিক্রি করে দেয় পতিতাপল্লিতে। এ ছাড়া রায়হান রাফির নতুন সিনেমায় বাবুকে দেখা যাবে।
Posted ২:৩৪ অপরাহ্ণ | বুধবার, ২৩ আগস্ট ২০২৩
nykagoj.com | Stuff Reporter