
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৯ আগস্ট ২০২৩ | প্রিন্ট | 165 বার পঠিত | পড়ুন মিনিটে
ফোবানা’র এক্সিকিউটিভ সেক্রেটারি শাহ নেওয়াজ বলেছেন, ফোবানার স্বঘোষিত চেয়ারম্যান গিয়াস আহমেদের কোন অধিকার নেই আমাকে অব্যাহতি দেবার। মন্ট্রিয়ল ফোবানায় তার নাম প্রস্তাব আকারে এসেছিল। পরবর্তীতে আলোচনা করে পুর্ণাঙ্গ কমিটি করার সিদ্ধান্ত ছিল আমাদের। কিন্তু তা আর হয়নি। হঠাৎ করে গিয়াস একক সিদ্ধান্তে কমিটি গঠন করে । তার কমিটিতে আমিতো ছিলামই না। সে আমাকে অব্যাহতি দেয় কিভাবে? সে যা করছে তা সংগঠন বিরোধী কর্মকান্ডের অংশ। গিয়াসের নেতৃত্বাধীন ফোবানার সংবাদ সম্মেলনে শাহ নেওয়াজকে ফোবানা থেকে অব্যাহতি দেয়ায় প্রতিক্রিয়া গত বৃহস্পতিবার জানতে চাইলে তিনি এ কথা বলেন।
শাহ নেওয়াজ বলেন, মন্ট্রিয়ল সম্মেলন পুর্ববর্তী কমিটির সেক্রেটারি আমি ও আলী ইমাম চেয়ারম্যান ছিলেন। পরে মন্ট্রিয়লে গিয়াসের নাম প্রস্তাবিত আকারে আসে। কিন্তু পরবর্তীতে আর কমিটি গঠিত হযনি। কমিটি না হওয়ায় আগের কমিটি বহাল রয়েছে। সুতরাং গিয়াস আহমেদ নিজেকে আর চেয়ারম্যান দাবি করতে পারেন না। যিনি নিজেই বৈধ চেয়ারম্যান নন, তিনি কিভাবে বৈধ কমিটির সেক্রেটারিকে অব্যাহতি দেন। তিনি অব্যাহতি দেবার কেউ নন।মনে রাখতে হবে, সংগঠন কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। নিজের ইচ্ছে পূরনের যায়গা ফোবানা নয়। সংগঠনে প্রতিহিংসা ও বিভেদ সৃষ্টিকারিদের স্থান নেই।
শাহ নেওয়াজ বলেন, গিয়াস ফোবানাকে রাস্তার ওপর নিয়ে গিয়েছে। ফোবানার নামে অন্যদের সহযোগিতায় পথমেলা করার চেষ্টা করছে। তাও নাকি ভেস্তে যাবার পথে। টরেন্টো শেরাটন সেন্টার হোটেলে সফল একটি ফোবানা সম্মেলন করে প্রমান করবো কারা আসল ফোবানা।
Posted ১:১৬ অপরাহ্ণ | শনিবার, ১৯ আগস্ট ২০২৩
nykagoj.com | Monwarul Islam