
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৯ আগস্ট ২০২৩ | প্রিন্ট | 171 বার পঠিত | পড়ুন মিনিটে
মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকার (মুনার) কনভেনশন হাজার হাজার ধর্মপ্রান মুসলমানের একসাথে জুম্মার নামাজ আদায় ও কুরআন তেলোয়াতের মধ্যদিয়ে শুরু হলো। শুক্রবার ১৮ আগষ্ট পেনসিলভেনিয়া স্টেটের ফিলাডেলফিয়া শহরের ঐতিহাসিক পেনসিলভানিয়া কনভেনশন সেন্টারে ৩ দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় ৫ হাজারের মতো নারী পুরুষ অংশ নেন। সম্মেলনের আর্কষনীয় অনুষ্ঠানগুলো শনিবার দিনব্যাপী চলবে। বিশ্বের বিভিন্ন মহাদেশ থেকে আগত ৫০ জনের মতো ইসলামী চিন্তাবিদ এ সম্মেলনে বিভিন্ন ইভেন্টের ওপর আলোচনা করছেন। তাদের মধ্যে বাংলাদেশের আলোচিত ও মালয়েশিয়ায় অস্থায়ীভাবে বসবাসকারি ইসলামিক স্কলার ড.মিজানুর রহমান আজাহারিও রয়েছেন। আজাহারিকে একনজর দেখা ও তার বক্তব্য শোনার জন্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে মানুষ ফিলাডেলফিয়ায় এসেছেন। মাওলানা আজাহারি শনিবার বিকেলে সম্মেলনে বক্তব্য রাখবেন। মুনা নেতৃবন্দ বলেছেন, গত সম্মেলনে ১৫ হাজারের মতো মুসলমান সম্মেলনে অংশ নিয়েছিলেন। এবার তা ২০ হাজারের কাছাকাছি হবে। যুক্তরাষ্ট্রের মাটিতে মুনা কনভেনশন হচ্ছে এককভাবে বাংলাদেশিদের সর্ববৃহৎ কোন সমাবেশ। আজাহারিকে নিয়ে পুরো সম্মেলন নিয়ে আবেগ তৈরি হয়েছে। শহরের বিভিন্ন হোটেলগুলোতে কোন রুম খালি নেই। রাস্তায় রাস্তায় বাংলাদেশিদের সরব পদচারনা। শুক্রবার বিকেল থেকেই ফিলাডেলফিয়া শহরের ডাউনটাউন এলাকাকে মুসলিম কোন উৎসবের শহর মনে হচ্ছে। শুক্রবার সম্মেলনে বক্তব্য রেখেছেন মুনার ন্যাশনাল কমিটির সভাপতি হারুন অর লশীদ, মাওলানা মাহমুদুল হাসান,আব্দুস সালাম আজাদী,আহমেদ আবু ওবায়দুল্লাহ ও মাওলানা লুৎফর রহমান।
Posted ৪:২১ পূর্বাহ্ণ | শনিবার, ১৯ আগস্ট ২০২৩
nykagoj.com | Monwarul Islam