
বিনোদন ডেস্ক | শুক্রবার, ১৮ আগস্ট ২০২৩ | প্রিন্ট | 229 বার পঠিত | পড়ুন মিনিটে
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশে-বিদেশের তারকাদের নামে বহু আইডি। আছে বহু ফ্যানপেজ। অবশ্য কিছু কিছু ফ্যানপেজ সস্পর্কে অবগতও থাকেন তারকা। তবে সেই সংখ্যা নগণ্য। বেশিরভাগ পেজের সম্পর্কে জানেন না তারকারা। ফলে মাঝে মধ্যেই সেইসব পেজ থেকে নানা ধরণের পোস্ট বিব্রত করে তাদের।
গীতিকার ও জনপ্রিয় অভিনেতা মারজুক রাসেলের নামে অজস্র অ্যাকাউন্ট, পেজে সয়লাব হয়ে যায় ফেসবুক। এসব পেজে লাখ লাখ ফলোয়ার। সম্পতি সেখান থেকে আসছে অপ্রিতীকর অনেক পোস্ট। কিন্তু যেহেতু তার নামে পেজ, সেহেতু স্বাভাবিকভাবেই সবাই মনে করে এটা মারজুক রাসেলেরই পোস্ট।
এ বিষয়ে মারজুক রাসেল বললেন, সেসব মোটেও তার লেখা নয়। এমনকি ফেসবুকে নিজের নামে কোনো পেইজ বা অ্যাকাউন্ট আপাতত নাই। অথচ আমার নামে ফেসবুকে সক্রিয় একাধিক ফেক পেজ, আইডির নিয়মিত পোস্টে সাধারণ ভক্তরা বিভ্রান্ত হচ্ছেন। আমার নামে একাধিক ফেক প্রোফাইল বা পেইজ, ফ্যান পেইজ খুলে কারা চালাচ্ছে আমি জানি না। মৌখিকভাবে সাইবার ক্রাইম বিভাগে বিষয়টি জানিয়ে রেখেছি।
মারজুক রাসেল জানান, যারা আমাকে দীর্ঘদিন ফলো করে, যারা আমাকে চেনেন। যারা আমার লেখা পড়ে, তারা জানেন সেসব আমার নয়। হ্যাঁ, অনেকেই বিভ্রান্ত হচ্ছে এটাও আমি জানি। তাদের বলবো বিভ্রান্ত হবেন না।
Posted ৯:৩৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৮ আগস্ট ২০২৩
nykagoj.com | Stuff Reporter