সোমবার ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

টরেন্টোর ডন ভ্যালি হোটেলে ফোবানা সম্মেলন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৩ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   157 বার পঠিত   |   পড়ুন মিনিটে

টরেন্টোর ডন ভ্যালি হোটেলে ফোবানা সম্মেলন

টরেন্টোতে গিয়াস আহমেদের নেতৃত্বাধীন ফোবানা ১-৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে  ডন ভ্যালি হোটেলে। শুক্রবার ১ সেপ্টেম্বর হোটেলের কনভেনশন সেন্টারে তা উদ্বোধন হবে। কালচারাল ইভেন্ট অনুষ্ঠিত হবে অপেন স্ট্রিটে।    তবে ফোবানা এক্সিকিউটিভ কমিটি থেকে এক্সিকিউটিভ সেক্রেটারি শাহ নেওয়াজকে অব্যাহতি দিয়েছে এ ফোবানা । অন্য এক ফোবানা থেকে  বহিস্কৃত জি আই রাসেলকে বাসানো হয়েছে এক্সিকিউটিভ সেক্রেটারি হিসেবে।  শনিবার ১২ জুলাই নিউইয়র্কের জ্যাকসন হাইটস্থ নবান্ন রেষ্টুরেন্টের পার্টি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে ফোবানা নেতৃবৃন্দ এ  সিদ্ধান্তের কথা জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডা. মাসুদুর রহমান। উপস্থিত ছিলেন ফোবানা এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান গিয়াস আহমেদ, ফোবানা কর্মকর্তা আবু দাড়া (কানাডা), সৈয়দ এনায়েত আলী,জি আই রাসেল,খোন্দকার ফরহাদ,কাজি এলিন ওয়াহিদ,কিউ জামান,জাহাঙ্গীর জয়,তৈমুর জাকারিয়া, তারেক হাসান খান ও শাহাদত হোসেন রাজু।

টরেন্টোতে রাস্তার ওপর ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আপনারা কোন কনভেনশন সেন্টারও ভাড়া করেননি। রাস্তার উপর কনসার্টের কথা বলছেন। মনে হচ্ছে এটাতো ফোবানা নয়। পথ মেলা।এটা কি সঠিক? তা’ছাড়া ফোবানার ২ জন কনভেনর কেন? মনোয়ারুল ইসলামের এ প্রশ্নের জবাবে টরেন্টো থেকে আগত আবু দাড়া বলেন, সিটির পারমিশন নিয়ে পথমেলার আদলে কালচারাল ইভেন্ট হচ্ছে। সেখানকার পথমেলার আয়োজক একটি সংগঠন আমাদের ফোবানার সাথে ঐক্যবদ্ধ কাজ করছে। সম্মেলন উদ্বোধন হবে কনভেনশন সেন্টারে। সাংবাদিক নাজমুল আহসান জানতে চান, ফোবানার ঐতিহ্য অনুসারে কনভেনশন হলে ফোবানা অনুষ্ঠিত হয়। বিভিন্ন সেমিনারের আয়োজন থাকে। আপনারা কি তা থেকে সরে আসলেন? জবাবে গিয়াস আহমেদ বলেন, আমরা গতানুগতিক ফোবানা থেকে বেরিয়ে আসছি। ফোবানাকে গনমুখি করাই লক্ষ্য। এতে ১০ থেকে ২০ হাজার বাংলাদেশি অংশ নেবেন। কালচারাল ইভেন্টে ২০ হাজার লোকের যায়গা হলের ভেতর হবে না। তাই বাইরে করা হচ্ছে। উদ্বোধন ও সেমিনার কনভেনশন সেন্টার ও হোটলে  অনুষ্ঠিত হবে

সাংবাদিক মিজানুর রহমান জানতে চান কোন ধারা বলে আপনারা শাহ নেওয়াজকে অব্যাহতি দিলেন? জবাবে ডা. মাসুদুর রহমান বলেন, গঠনতন্ত্রের ৬(ই) ধারা মতে তাকে অব্যাহতি দেয়া হলো। এ সময় আবু দাড়া বলেন, শাহ নেওয়াজের পা ধরেছিলাম  ঐক্যবদ্ধভাবে ফোবানা করার জন্য। কিন্তু তাকে আনতে পারলাম না। তবে এখনও আলোচনা চলছে। সম্মেলনের আগের দিন পর্যন্ত আমরা শাহ নেওয়াজের জন্য অপেক্ষা করবো। বহিস্কার করে সমঝোতার আহবান কতটুকু শালীনতার? এ সময়  দাড়া বলেন, আমাদের অন্যকোন  অপশন ছিল না। সাংবাদিক ফরিদ আলম জি আই রাসেলকে বলেন, আপনিতো অন্য একটি ফোবানা থেকে বহিস্কৃত। আজ আবার এখানে এসেই এক্সিকিউটিভ সেক্রেটারি হয়ে গেলেন। কাল অন্য ফোবানায় যাবেন না নিশ্চয়তা কোথায়। জবাবে রাসেল বলেন, আমার জীবনের বড় একটা সময় কেটেছে ফোবানা করে।আগে এ ফোবানার ৪ বার কনভেনর ছিলাম। এখন আবার আসলাম। আগামীতেও থাকবো। নেতা হিসেবে নয়। একজন সদস্য হিসেবে কাজ করতে চাই। আর শাহ নেওয়াজ ভাইয়ের সাথে সমঝোতা হলে এ পদটি তাকে ছেড়ে দিয়ে সদস্য হিসেবে কাজ করবো। সাংবাদিক মোহাম্মদ সাইয়িদ জানতে চান ফোবানার ভাঙ্গাগড়া আর কত চলবে? বাংলাদেশিরা কি এ থেকে পরিত্রান পাবে না? জবাবে গিয়াস আহমেদ বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। গুটিকতক ব্যাড এলিমেন্টস আমাদের সংগঠনের ইমেজ নষ্ট করলো।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়, টেরেন্টোতে স্মরণকালের বড় ফোবানা আগামী ১,২, ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। টরেন্টো সিটি হল থেকে অনুমোদন নিয়ে চারটি স্ট্রিট বন্ধ করে অপেন কনসার্ট , সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্টান হবে। দেশের শ্রেষ্ঠ শিল্পী এবং কলা কুশলীরা এতে অংশ নেবেন। । এবারের ফোবানা সম্মেলনে শিল্পীদের মধ্যে থাকবেন বেবী নাজনীন, এম পি মমতাজ, পবন দাস বাউল , সেলিম চৌধুরী, প্রতীক হাসান , তাহমিনা মিম , বিন্দু কনা, অভিনেত্রী তানজিন তিশাসহ একঝাঁক শিল্পী। বাংলাদেশ এবং প্রবাসী বাংলাদেশীদের সাথে মেলবন্ধনের মাধ্যমে দেশীয় সংস্কৃতি , আচার আচরন এবং ব্যবসা বানিজ্যের প্রসাড়ের লক্ষ্যই হবে এবারের মহা সম্মেলনের।

Facebook Comments Box

Posted ৯:২৬ অপরাহ্ণ | রবিবার, ১৩ আগস্ট ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com