সোমবার ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

১-৩ সেপ্টেম্বর টরেন্টোর শেরাটন সেন্টারে ৩৭তম ফোবানা কনভেনশন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১২ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   139 বার পঠিত   |   পড়ুন মিনিটে

১-৩ সেপ্টেম্বর টরেন্টোর শেরাটন সেন্টারে ৩৭তম ফোবানা কনভেনশন

 

টরেন্টোর শেরাটন সেন্টার টরেন্টো হোটেলে ৩৭তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ১-৩ সেপ্টেম্বর লেবার ডে উইকেন্ডে। টরেন্টের প্রানকেন্দ্র সিটি হল ও ইটন সেন্টারের সামনে এই বিলাসবহুল হোটেলে সম্মেলন অনুষ্ঠিত হবে। ‘প্রবীনের অহংকার তারুন্যের জয়গান’ শ্লোগান নিয়ে ফোবানা কনভেনশনের প্রস্তুতি এগিয়ে চলেছে। গঠিত হয়েছে ফোবানা কনভেনশন ২০২৩ পরিচালনা পরিষদ। যার চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াস মিয়া, কনভেনর আব্দুল আজাদ ও মেম্বার সেক্রেটারি রিমন ইসলাম। ইঞ্জিনিয়ার মোহাম্মদ রেজাউর রহমান প্রধান পৃষ্ঠপোষক,মাহবুবব রব চৌধুরী চীফ কনসালটেন্ট,নজরুল ইসলাম মিন্টো চীফ এডভাইজার ও আহমেদ হোসেন চীফ কো অর্ডিনেটর হিসেবে কাজ করছেন। পুরো কনভেনশনের দেখভালো করছেন ফোবানার স্টেয়ারিং কমিটির চেয়ারম্যান আলী ইমাম, এক্সিকিউটিভ সেক্রেটারি শাহ নেওয়াজ ও ভাইস চেয়ারম্যান কাজি আযম। কনভেনশনে অংশগ্রহনকারি শিল্পীরা হলেন এস আই টুটুল, রিজিয়া পারভিন, রানু নেওয়াজ,মোস্তফা অনিক রাজ, লাবনী, একে আজাদ ও খোন্দকার ইসমাইল প্রমুখ।
এদিকে এই সম্মেলনকে সফল করতে এক সভা অনুষ্ঠিত হয় গত ১৭ জুলাই ড্যানফোর্থ এরিয়ার রেডহট রেষ্টুরেন্টে। ফোবানা কনভেনশন ২০২৩’র চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াছ মিয়ার সভাপতিত্বে ও সাংবাদিক বাবলু চৌধুরীর সঞ্চালনায়অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ফোবানা কনভেনশনের প্রধান উপদেষ্টা সাংবাদিক নজরুল ইসলাম মিন্টো ও প্রধান পৃষ্টপোষক ইঞ্জিনিয়ার রেজাউর রহমান।
সভায় কনভেনশনের লক্ষ্য, উদ্দেশ্যও প্রস্তুতি সংক্রান্ত বিষয়গুলো তুলে ধরেন কনভেনর আবুল আজাদ, চীফ কো-অর্ডিনেটর আহমেদ হোসেন ও মেম্বার সেক্রেটারী রিয়েলটর রিমন ইসলাম।

 

Facebook Comments Box

Posted ২:২৪ পূর্বাহ্ণ | শনিবার, ১২ আগস্ট ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com