
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৯ আগস্ট ২০২৩ | প্রিন্ট | 149 বার পঠিত | পড়ুন মিনিটে
কমিউনিটি একটিভিস্ট ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পরিচিত মুখ বি এম বাদশাহ (৬২) হার্ট অ্যাটাকে মারা গেলেন (ইন্নালিল্লাহে—রাজেউন)। আজ বুধবার দুপুর ২টায় কুইন্সের কুইন্স বুলেভার্ডস্থ একটি মোটেলে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা যান।আগ থেকেই তার হার্টে সমস্যা ছিল। বাদশাহ যুক্তরাষ্ট্র স্টেট যুবদলের সহসভাপতি ছিলেন। তার দেশের বাড়ি খুলনার বাগের হাটে। ব্যক্তিগত জীবনে বিবাহিত। ২৩ বছরের একটি ছেলে রয়েছে। তিনি ম্যানহাটনে একটি গিফট শপে কাজ করতেন। আগে উডসাইডে বসবাস করতেন। সম্প্রতি তিনি জামাইকায় মুভ হয়েছেন। তার মৃত্যুও খবরে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
তার এই মৃত্যু নিয়ে কিছুটা বিভ্রান্ত রয়েছে। বাদশাহ’র এক ঘনিষ্ঠ বন্ধু জানান, একজন বাংলাদেশিকে ঐ মোটেলে কাজ দেবার জন্য গিয়েছিলেন। কিন্তু সেখানেই তার হার্ট অ্যাটাক হয়। বিএনপির কয়েকজন নেতাকে জিজ্ঞেস করলে তারা বলেন, আমরা শুনেছি। বিস্তারিত জানি না। ঘটনাস্থলে আমরা যাচ্ছি। পরে বিস্তারিত জানাবো।
Posted ৯:০৩ অপরাহ্ণ | বুধবার, ০৯ আগস্ট ২০২৩
nykagoj.com | Monwarul Islam