সোমবার ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

উৎসবমুখর পরিবেশে চিটাগাং এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৬ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   175 বার পঠিত   |   পড়ুন মিনিটে

উৎসবমুখর পরিবেশে চিটাগাং এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকার বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হলো। কুইন্সের ফ্লাশিং মেডোজ করোনা পার্কে গত শনিবার ৫ আগষ্ট অনুষ্ঠিত এ বনভোজনে হাজারো প্রবাসী চট্রগ্রামবাসী অংশ নেন। বাংলাদেশি কমিউিনিটির নেতৃবৃন্দের উপস্থিতি ছিল উল্লেখ করার মতো। চিটাগাং এসোসিয়েশনের অন্তবর্তীকালীন কমিটি ছিল এর উদ্যোক্তা। বনভোজন কমিটিতে আবুল কাশেম আহবায়ক, মীর কাদের রাসেল সদস্য সচিব, মোহাম্মদ সেলিম প্রধান সমন্বয়কারি ও মোহাম্মদ ইকবাল ভূঁইয়া সমন্বয়কারি হিসেবে কাজ করেছেন। সাবির্ক তত্ত্বাবধানে ছিলেন মনির আহমেদ,মেহবুবুর রহমান বাদল,মাকসুদুল হক চৌধুরী,মোহাম্মদ আবু তাহের,তারিকুল হায়দার চৌধুরী,নুরুল আনোয়ার,আহসান হাবিব,,সুমন উদ্দীন, জে আবেদীন ও মোহাম্মদ হারুন।
বনভোজনে কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন এটর্নি মঈন চৌধুরী,ফোবানার (একাংশ) চেয়ারম্যান গিয়াস আহমেদ, লায়ন্স আহসান হাবিব, কমিউনিটি একটিভিস্ট মোহাম্মদ আলী,মাসুদ সিরাজী, কর্ণফলি ট্রাভেলস এর হারুন অর রশীদ,রিয়েলটর নুরুল আজিম, লায়ন্স এম জিলানী, লায়ন্স আব্দুর রশীদ বাবু,কাজি আযম, রিয়েলটর সারোয়ার খান বাবু, বিএনপি নেতা রিয়াজ মাহমুদ,নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের আতাউল আলম, আবুল কাশেম, কামাল হোসেন মিঠু,আশরাফুজ্জামান, আবুল বশর মিলন, আজহারুল হক খোকা,ফেরদৌস আলম,জাতীয় পার্টি নেতা আবু তালেব চান্দু,হাজি আব্দুর রহমান,এডভোকেট হারিস আহমেদ ও সাংবাদিক আব্দুল খালেক।


বনভোজনে ঢাকা-নিউইয়র্ক-ঢাকা’র টিকেট, স্বর্ণালংকার ও ল্যাপটপসহ ১০টি পুরষ্কার বনভোজনে অংশগ্রহনকারিরা লটারীতে জিতে নেন।

Facebook Comments Box

Posted ৭:৩১ অপরাহ্ণ | রবিবার, ০৬ আগস্ট ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com