রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

এখনও ৯ হলে ‘ক্যাসিনো’, নায়ক বললেন কোনো নেতিবাচক প্রতিক্রিয়া পাইনি

বিনোদন ডেস্ক   |   শুক্রবার, ০৪ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   180 বার পঠিত   |   পড়ুন মিনিটে

এখনও ৯ হলে ‘ক্যাসিনো’, নায়ক বললেন কোনো নেতিবাচক প্রতিক্রিয়া পাইনি

গত ঈদে ১৭ হলে মুক্তি পেয়েছিল নিরব-বুবলী জুটির সিনেমা ক্যাসিনো। ঈদের ষষ্ঠ সপ্তাহে এসেও সিনেমাটি চলছে ৯টি হলে। আর এটাকেই ইতিবাচকভাবে দেখছেন সিনেমাটির নায়ক নিরব। বললেন, ‘এখন পর্যন্ত সিনেমাটির কোনো নেতিবাচক রিভিউ পাইনি। সত্যি এটি দর্শকদের ভালো লাগার মত একটি সিনেমা।

নায়ক আরও বললেন, সিনেমাটি নিয়ে যে প্রতিক্রিয়াগুলো পেয়েছি তা খুব আশা তৈরি করার মতো। ঈদের এত দিন পরে এসেও ৯টি হলে চলছে ছবিটি, দেশের বাইরেও মুক্তির প্রক্রিয়া চলছে।’

আজ শুক্রবার থেকে সিরাজগঞ্জের রুটস সিনেক্লাব, কুষ্টিয়ার স্বপ্নীল সিনেপ্লেক্স, গুরুদাসপুরের আনন্দ, বৈশাখী সিনেমা কালুখালী, সোনালি সিনেমা ঈশ্বরগঞ্জ, তুলি সিনেমা, নাভারন, মধুমিতা ভৈরব, পূর্বাশা, সান্তাহার, কুষ্টিয়ার খোকসার মোনামী।

নিরব বলছেন, ‘নিজের সিনেমা বলে বলছি না, এটা সমসাময়িক একটা ভালো সিনেমা। ভালো সিনেমা বলেই ধীরে ধীরে এটা চলমান। ঈদের এত দিন পরে যখন একটা সিনেমা চলে তখন বুঝতে হবে এতে কিছু আছে, যা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে।’

অবশ্য মুক্তির আগে ছবির ট্রেলার ও গান প্রকাশের পর থেকেই ছবিটি নিয়ে দর্শকের আলাদা একটা আগ্রহ ছিল।

Facebook Comments Box

Posted ৮:৩৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৪ আগস্ট ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com