রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকি না: আফসানা মিমি

বিনোদন ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   110 বার পঠিত   |   পড়ুন মিনিটে

আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকি না: আফসানা মিমি

রুচিশীল অভিনয় আর মিষ্টি হাসিতে কয়েক প্রজন্মের ভালোবাসা অর্জন করেছেন নন্দিত অভিনেত্রী আফসানা মিমি। বর্তমান প্রজন্মের অনেক অভিনয়শিল্পী তাঁকে আদর্শ মানেন। গুণী এ অভিনয়শিল্পীর কোনো কাজ যখনই প্রচারের আলোয় আসে, তা লুফে নেন দর্শক। অনেক দিন পর তাঁর অভিনীত সিনেমা ‘পাতালঘর’ মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।

মা-মেয়ের মনস্তাত্ত্বিক টানাপোড়েনের গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন নূর ইমরান মিঠু। দীর্ঘদিন পর নিজের বাড়িতে মায়ের কাছে ফেরে রুপালি পর্দার নায়িকা বাবলি। পারিবারিক আবহে তার সামনে এসে দাঁড়ায় ফেলে আসা শৈশবের নানা স্মৃতি। পর্দার বাবলি ধীরে ধীরে এক নতুন বাস্তবতার মুখোমুখি হয়। সেই সঙ্গে গাঢ় হয়ে ওঠে মা-মেয়ের সম্পর্কের টানাপোড়েন। এমন গল্পের ‘পাতালঘর’ সিনেমায় আফসানা মিমি অভিনয় করেছেন সিঙ্গেল মাদারের ভূমিকায়। এতে তাঁর মেয়ের চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া।

মিমি বলেন, “সিনেমায় দর্শক গল্প খোঁজেন। কিছু গল্প আছে, যা বেশির ভাগ দর্শকের পছন্দের। নূর ইমরান মিঠুর ‘পাতালঘর’ তেমনই একটি গল্পের সিনেমা। দুর্দান্ত কিছু সম্পর্কের গল্প বলা হয়েছে এতে। করোনার সময় একটি বাড়িতে যা ঘটে, তার আগে-পরের কিছু সম্পর্ক এবং সমাজের কিছু দৃষ্টিভঙ্গির গল্প এটি। আমি সামাজিক মাধ্যমে থাকি না। দর্শক প্রতিক্রিয়া জানার সুযোগ কম। তবে অনেকেই জানিয়েছেন তারা আমার অভিনয় পছন্দ করেছেন।”

আজিজুর রহমান পরিচালিত বাণিজ্যিক ঘরানার সিনেমা ‘দিল’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল মিমির। পরবর্তী সময়ে সেই ঘরানায় খুব একটা পাওয়া যায়নি তাঁকে। মাঝে বেশ কিছু গল্পনির্ভর সিনেমায় বিচ্ছিন্নভাবে কাজ করলেও সেভাবে নিয়মিত কখনোই ছিলেন না এই গুণী অভিনেত্রী। সর্বশেষ তার মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল গিয়াসউদ্দিন সেলিমের ‘পাপপুণ্য’। অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করছেন মিমি। সেখানেও তিনি অনিয়মিত।

এ প্রসঙ্গে তার ভাষ্য, ‘ঈদের পর থেকেই আব্বু অসুস্থ ছিলেন। এ কারণে কোনো অভিনয় নিয়ে ভাবার সুযোগ হয়নি। এখন আব্বুর অবস্থা ভালো। তাকে আরও বেশি যত্ন নিতে হচ্ছে। অভিনয়ের ব্যাপারে নির্মাতাদের সঙ্গে কথা হচ্ছে। পরিচালনার ইচ্ছা আপাতত নেই।

Facebook Comments Box

Posted ৮:২৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com