প্রবাসের অন্যতম সামাজিক সংগঠন প্রবাসী উল্লা পাড়া এসোসিয়েশন অব ইউএসএ ইনক্ এর বার্ষিক বনভোজন ও ঈদ পূনর্মিলন অনুষ্ঠিত হয়েছে গত ৯ জুলাই রবিবার কুইন্সের কুইন্সবরো পার্কে । সবুজ ঘাঁসের ওপর বড় বড় বৃক্ষের মাঋে প্রবাসী উল্লা পাড়া এসোসিয়েশন এর প্রধান উপদেষ্টা মোহাম্মদ আব্দুল খালেক এর পরিচালনায় বনভোজনের শুভ উদ্বোধন করেন প্রবাসী উল্লা পাড়া এসোসিয়েশনের সভাপতি এস এম হাসান আলী, সাধারন সম্পাদক মোঃ রুবেল হাসান মুন্সী, বনভোজন কমিটির আহ্বায়ক তানজিল আহমেদ আরিফ, সদস্য সচিব মোঃ আব্দুল হালিম, প্রধান পৃষ্ঠপোষক মোঃ নাছিমুল গনি টিপু, প্রধান সমন্বয়কারী নুর মোহাম্মদ সরকার,সমন্বয়কারী তৌফিক ছারোয়ার পাপন, প্রধান ব্যবস্থাপক মোঃ রেজাউল খান, ব্যবস্থাপক নুরে আলম সিদ্দিক, যুগ্ন আহ্বায়ক মোঃ জাহিদুল ইসলাম,নাজমুল হোসাইন,মোঃ শামছুল আতেকিন, যুগ্ন সদস্য সচিব একে এম হাসান শাহরিয়ার (কাকুল) ও মোঃ আব্দুল রউফ সরকার । আমন্ত্রিত প্রধান অতিথি ছিলেন রাফেল তালুকদার সভাপতি নর্থবেঙ্গল ফাঃ,বিশেষ অতিথি মোঃ আশরাফুজ্জামান আশরাফ সাধারন সম্পাদক নর্থ বেঙ্গল ফাঃ, সন্মানিত অতিথি মোঃ কামরুজ্জামান (কামরুল) সভাপতি ও মোঃ আহম্মাদ শরিফ খান (মৌসুমি) সাধারন সম্পাদক প্রবাসী সিরাজগন্জ জেলা সমিতি । অন্যান্যদের মধ্যে ছিলেন মোঃ আবুল কাসেম প্রতিস্ঠাতা সাধারন সম্পাদক নর্থ বেঙ্গল ফাঃ, মোহাব্বত আলী আকন্দ সভাপতি বগুড়া জেলা সমিতি, আশরাফুল আলম সাধারন সম্পাদক কুস্টিয়া জেলা সমিতি, খন্দকার ফজলুল হক এন ওয়াই পিডি ট্রাফিক সুপার ভাইজার, মোঃ হাসানুজ্জামান,জামাল পাটোয়ারী,টিপু সুলতান,আবুল কালাম,সিরাজুল ইসলাম,হাসিবুল রহমান সভাপতি মুনা চ্যাপটার ম্যানহাটন, রায়হানুল কবির, আলামিন, রিনাত ফৌজিয়া ইতি, কানিজ তাহমিনা (মিনা), তাসিক আহমেদ, ইন্জিঃ ফয়জুর রহমান রাসেল, তানভির আহমেদ, আবু আনছার সরকার মিঠু ও নাবিল শাদ লিখন । বনভোজনে সাগরের সুসাধু খাবার সবার কাছে প্রশংসনীয় ছিল । বনভোজনে যোগ দেওয়া প্রত্যেক বাচ্চাদের মাঋে শুভেচ্ছা পুরুস্কার প্রদান করেন বনভোজন কমিটি । আহবায়ক ও সদস্য সচিব এর কাজ ছিল সত্যই চোখে পড়ার মত । বনভোজনের আকর্ষনীয় রাফেল ড্র এর ১ম পুরুস্কার স্পন্সার করেছিলেন নর্থ বেঙ্গল ফাঃ, ২য় পুরুস্কার স্পন্সার করেছিলেন প্রবাসী সিরাজগন্জ জেলা সমিতি, আকর্ষনীয় ট্রি সার্ট স্পন্সার করেছিলেন সানমান এক্সপ্রেস মানি ট্র্যান্সফার । সংগঠনের সভাপতি এস এম হাসান আলী ও সাধারন সম্পাদক মোঃ রুবেল হাসান মুন্সী বনভোজন যোগদানের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে সংগঠনের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে বলেন সবার সহযোগিতা পেলে উল্লা পাড়া বাসীর কল্যানে সংগঠনটি আর ও নিবেদিত ভাবে কাজ করে যাবে ।