
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৯ জুলাই ২০২৩ | প্রিন্ট | 245 বার পঠিত | পড়ুন মিনিটে
বগুড়া সোসাইটির ভালুকা ভাত উদযাপন কাল ৩০ জুলাই রোববার। ব্রংকসের ফেরি পয়েন্ট পার্কে হোয়াইট স্টোন ব্রিজের কোল ঘেঁষে বসবে গোটা বগুড়া জেলাসহ উত্তরবঙ্গবাসীদের মিলন মেলা। উত্তরবঙ্গের বৃহত্তম সংগঠন বগুড়া সোসাইটি ভালুকা ভাত উদযাপনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। বনভোজনের আদলে এ উৎসবটিকে স্মরণীয় করতে গঠিত হয়েছে আহবায়ক কমিটি। এর নেতৃত্বে রয়েছেন ডা. জাকিরুল ইসলাম-আহবায়ক,গোলাম রব্বানী রাজু-সদস্য সচিব ও এমডি রহমান মুকুট-কোষাধ্যক্ষ। সংগঠনের সভাপতি মোহাব্বত আকন্দ ও সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বোববারের অনুষ্ঠানকে সফল করতে দিনরাত কাজ করছেন। প্রতিবেদকের সাথে আলাপকালে সাইফুল ইসলাম বলেন, বগুড়াবাসীর ঐতিহ্যের প্রতীক এই ভালকা ভাত। কমিউনিটির নেতৃবৃন্দসহ সকলকে বগুড়া সোসাইটির আতিথেয়তা গ্রহণে আমন্ত্রন জানাচ্ছি।
Posted ৩:৪১ পূর্বাহ্ণ | শনিবার, ২৯ জুলাই ২০২৩
nykagoj.com | Monwarul Islam