
ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ২৮ জুলাই ২০২৩ | প্রিন্ট | 203 বার পঠিত | পড়ুন মিনিটে
মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনা’র আগামী ১৮, ১৯ ও ২০ আগস্ট অনুষ্ঠেয় ‘মুনা কনভেনশন ২০২৩’ সামনে রেখে প্রীতি সমাবেশের আয়োজন করেন জ্যাকসন হাইটস চ্যাপ্টার। গত ২৫ মার্চ কমিউনিটির লোকদের সম্মানে এই সমাবেশ অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটসের মুনা সেন্টারে। চ্যাপ্টার সভাপতি নাসির উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিস্ট ইসলামি চিন্তাবিদ ও গবেষক মামুন আল আজমী। বিশেষ অতিথি ছিলেন মুনা নিউইয়র্ক নর্থ জোন সভাপতি মো: রাশেদুজ্জামান, জোন এডুকেশনাল সেক্রেটারী মমিনুল ইসলাম মজুমদার। অনুষ্ঠান পরিচালনা করেন চ্যাপ্টার সাধারণ সম্পাদক মু.ফখরুল ইসলাম মাছুম।
নেতৃবৃন্দ বলেন, মুনা আমেরিকার একটি দাওয়াতি ও সামাজিক সংগঠন। মানুষের ব্যক্তিগত নৈতিক ও সামাজিক মানোন্নয়নর জন্য সার্বিক প্রচেষ্টা চালানোর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিমিত্তে প্রতিষ্ঠিত হয় মুনা। এই সংগঠনটি ১৯৯০ সালে নিউইয়র্ক অঙ্গরাজ্যে কর্পোরেশন ভুক্ত করা হয়। বর্তমানে মুনা আমেরিকার ৪০ এর অধিক রাজ্যে কর্মতৎপরতা পরিচালনা করছে। মুনা ৩ বছর বিরতির পর আগামী ১৮ ১৯ এবং ২০ আগষ্ট ২০২৩ ফিলাডেলফিয়ার অবস্থিত পেনসিলভেনিয়া কনভেনশন সেন্টারে বিশাল কনভেনশন আয়োজন করতে যাচ্ছে। এই কনভেনশন মুসলিম জীবনে বিশেষ করে বাংলাদেশী-আমেরিকান পরিবার ও নতুন প্রজন্মের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে নেতৃবন্দ মন্তব্য করেন।
তারা বলেন, মুনা মুসলমানদের প্রাত্যহিক সামাজিক ও ধর্মীয় কর্মকান্ড এবং জাতীয় নাগরিক জীবনে ভূমিকা পালনের নিমিত্তে সংগঠিত করতে ঐকান্তিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে করে এই সমস্ত ব্যক্তিবর্গ আল্লাহ এবং তাঁর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে মানবতার সেবা করে যেতে পারে।
Posted ৯:৫৫ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ জুলাই ২০২৩
nykagoj.com | Monwarul Islam