
বিনোদন ডেস্ক | সোমবার, ২৪ জুলাই ২০২৩ | প্রিন্ট | 127 বার পঠিত | পড়ুন মিনিটে
অনলাইনে সিনেমা ফাঁস হয়ে যাওয়ার প্রবণতা রীতিমত আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। এবারের ঈদের সিনেমা মুক্তির পর ছোট ছোট ভিডিও ফাঁস হয়েছিলো। সেগুলো নিয়েও আপত্তি জানিয়েছিলেন সিনেমা সংশ্লিষ্টরা।
এবার আস্থ সিনেমাই ফাঁস হল অনলাইনে হ্যাঁ, পাইরেসির শিকার হয়েছে আফরান নিশো অভিনীত সিনেমা ‘সুড়ঙ্গ’। এখন অনলাইনে দেখা যাচ্ছে সিনেমাটি।
জানা গেছে, মুক্তির চতুর্থ সপ্তাহে এসেও ‘সুড়ঙ্গ’ সিনেমার টিকিট নিয়ে এখনও চলছে হাহাকার। দেশ ছাড়িয়ে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে কলকাতা, আমেরিকায়। সেখানেও দারুণ সাড়া মিলছে। এরইমধ্যে সিনেমাটি পাইরেসির শিকার হয়েছে। ‘সুড়ঙ্গ’ সিনেমা এখন অনলাইনে দেখা যাচ্ছে। একাধিক সাইটে পুরো সিনেমাটির হল প্রিন্ট দেখা যাচ্ছে বিনামূল্যে।
আফরান নিশো ও তমা মির্জা
এ প্রসঙ্গে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান চরকির এক কর্মকর্তা জানান, ‘এখন পর্যন্ত ‘সুড়ঙ্গ’ সিনেমা আমাদের এখানে আসেনি। পাইরেসির খবর শোনার পর আমরা ইউটিউব ও ফেসবুকে ৪০০-৫০০ ভিডিও নামিয়ে ফেলেছি। আরও কিছু বাকি আছে। অন্য মাধ্যমগুলো থেকে সিনেমার ভিডিও নামনোর ব্যবস্থা করা হচ্ছে।’
রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন আফরান নিশো ও তমা মির্জা। এ সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মত বড় পর্দায় অভিষেক ঘটেছে নিশোর।
Posted ১২:০৯ অপরাহ্ণ | সোমবার, ২৪ জুলাই ২০২৩
nykagoj.com | Stuff Reporter