শুক্রবার ১লা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

আগস্টে মুক্তির অপেক্ষায় তিন সিনেমা

বিনোদন ডেস্ক   |   শনিবার, ২২ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   115 বার পঠিত   |   পড়ুন মিনিটে

আগস্টে মুক্তির অপেক্ষায় তিন সিনেমা

ঈদুল আজহার চতুর্থ সপ্তাহেও প্রেক্ষাগৃহগুলো ঈদের ছবিরই জমজমাট দাপট চলছে। সিনেমা হলে এখনও দর্শক উপস্থিতি চোখে পড়ার মতো। সিনেপ্লেক্সগুলোতে চতুর্থ সপ্তাহে এসেও পাওয়া যাচ্ছে না টিকিট। এই পরিস্থিতিতে ঈদের পর মাস পেরোতে থাকলেও নতুন ছবি মুক্তির পরিকল্পনা করেনি কেউ। তাই জুলাই মাসে নতুন সিনেমা মুক্তি না পেলেও আগস্টে মুক্তির তালিকায় দাঁড়িয়েছে একাধিক সিনেমা।

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি সূত্র জানিয়েছে, আগস্টে মুক্তির জন্য ইতোমধ্যে একাধিক সিনেমা নিবন্ধন করে রেখেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে উপজীব্য করে বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত পূর্ণদৈর্ঘ্য প্রথম শিশুতোষ সিনেমা ‘মাইক’ আগামী ১১ আগস্ট মুক্তি পাবে। এটি যৌথভাবে পরিচালনা করছেন এফ এম শাহীন ও হাসান জাফরুল বিপুল।

সম্প্রতি সিনেমাটি আনকাট সেন্সর ছাড়পত্র পায়। ‘মাইক’ সিনেমায় জুটি হয়ে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ও অভিনেত্রী তানভীন সুইটি। অভিনেত্রী ও নাট্যপরিচালক হৃদি হকের নির্মিত প্রথম সিনেমা ‘১৯৭১ সেই সব দিন’ আগামী ১৮ আগস্ট মুক্তি পাবে। সাংস্কৃতিক আন্দোলন ও ১৯৭১ সালের একটি পরিবার এবং সেই সময়ের কিছু ঘটনা নিয়ে এই সিনেমার গল্প।

সিনেমাটির মুক্তির দিন নিশ্চিত করে হৃদি হক বলেন, ‘১৮ আগস্ট আমার বাবা ড. ইনামুল হকের জন্মদিন। আমার প্রথম সিনেমাটি এই দিনেই মুক্তি দেব।’ সরকারি অনুদানে বানানো এই সিনেমায় অভিনয় করছেন মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, শিল্পী সরকার অপু, ফেরদৌস, তারিন, লিটু আনাম, সজল, সাজু খাদেম, সানজিদা প্রীতি প্রমুখ।

আগস্ট মাসের একেবারে শেষে ২৫ আগস্ট বাংলাদেশসহ তিন দেশে এক যোগে মুক্তি পাবে বিগ বাজেটের সিনেমা ‘এমআর-নাইন: ডু অর ডাই’। কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের সৃষ্ট গোয়েন্দা চরিত্র ‘মাসুদ রানা’ সিরিজের ‘ধ্বংস পাহাড়’ অবলম্বনে নির্মাতা আসিফ আকবর নির্মাণ করেছেন ‘এমআর-নাইন: ডু অর ডাই’।

সম্প্রতি সিনেমাটির পোস্টার প্রকাশ করে জানানো হয়েছে মুক্তির তারিখ। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন এবিএম সুমন, শহীদুল আলম সাচ্চু, মাইকেল জেই হোয়াইট, সাক্ষী প্রধান, নিকো ফস্টার, ম্যাট পাসমোর, কেলি গ্রেসন, ফ্রাঙ্ক গ্রিলো প্রমুখ। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ৮৩ কোটি টাকার বিশাল বাজেটে নির্মিত হয়েছে ছবিটি। সেই হিসেবে এটি দেশের সবচেয়ে বড় সিনেমা প্রজেক্ট।

Facebook Comments Box

Posted ৯:১৯ পূর্বাহ্ণ | শনিবার, ২২ জুলাই ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com