
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৬ জুলাই ২০২৩ | প্রিন্ট | 546 বার পঠিত | পড়ুন মিনিটে
প্রবাসী উল্লাপাড়া এসোসিয়েশন অব ইউএসএ’র বার্ষিক বনভোজন গত ৯ জুলাই রোববার মনোরম পরিবেশে ক্ইন্সের কুইন্স ব্রীজ পার্কে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ও সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে নর্থবেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি রাফায়েল তালুকদার ও সিরাজগঞ্জ জেলা সমিতির সভাপতি কামরুজ্জামান কামরুল। অতিথি হিসেবে আরও ছিলেন বগুড়া জেলা সমিতির সভাপতি মোহাব্বত আকন্দ ও নর্থবেঙ্গলের সাবেক সাধারন সম্পাদক আবুল কাশেম। এতে কমিউনিটির অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দও অংশ নেন। তারা হলেন খোন্দকার ফজলুল হক,মোঃ জামাল পাটোয়ারী, টিপু সুলতান,মোঃ হাসানুজ্জামান ,রিনাত ফৌজিয়া ইতি,মোঃ সিরাজুল ইসলাম, আশরাফুল আলম, হাসিবুল রহমান ( সভাপতি মুনা ম্যানহাটন ), আশরাফুল ইসলাম,আবুল কালাম,আলামিন,রায়হানুল কবির,কানিজ তাহমিনা, নুরে আলম সিদ্দিকি, গোলাম মাওলা ,তৌফিক সারোয়ার পাপন ও আব্দুল মালেক।
উল্লাপাড়ার এই বনভোজন কমিটিতে তানজিল আহমেদ আরিফ আহবায়ক ও আব্দুল হালিম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এসোসিয়েশনের সভাপতি হাসান আলী ও সাধারন সম্পাদক রুবেল হাসান মুন্সী। প্রধান পৃষ্ঠপোষক ও প্রধান সমন্বয়কারি হিসেবে কাজ করেন নাসিমুল গনি টিপু ও নুর মোহাম্মদ সরকার।
ইস্ট রিভারের পাড়ে অনুষ্ঠিত এই বনভোজনে প্রবাসী উল্লাপাড়ার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। বিশেষ করে মহিলা ও শিশুদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তারা বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে বনভোজনকে প্রানবন্ত করে তোলে।
Posted ১:৩৯ পূর্বাহ্ণ | রবিবার, ১৬ জুলাই ২০২৩
nykagoj.com | Monwarul Islam