শনিবার ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভূয়া বলে সম্ভোধন

নিউইয়র্কে শামীম ওসমান সমাদৃত হলেন না

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৪ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   341 বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউইয়র্কে শামীম ওসমান সমাদৃত হলেন না

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বর্তমানে সস্ত্রীক যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
তার আমেরিকার ভিসা বাতিল হয়েছে বলে সম্প্রতি গুঞ্জন উঠেছিল। এমন গুঞ্জনের মধ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন তিনি। সঙ্গে আছেন তার স্ত্রী লিপি ওসমান। বুধবার (১২ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যায় এ দম্পতি নিউইয়র্ক বিমানবন্দরে পৌঁছান।

এদিকে শামীম ওসমানের নিউইয়র্কে আগমনে আওয়ামী সর্মথকদের মধ্যে প্রানচাঞ্চলতা ফিরে এসেছে। তারা বলেন, শামীম ওসমানের ভিসা বাতিল হয়নি। অসত্য রিপোর্টের বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে শামীম এখন নিউইয়র্কে।

প্রগতিশীল রাজনীতিক গোপাল স্যানাল তার ফেসবুকে লিখেছেন, শামীম ওসমান এমপি আজ (বুধবার) সকালে নিউইয়র্ক এসে পৌঁছেছেন। আর সন্ধ্যায় দেখা চা আড্ডায় !
অপপ্রচার করা হয়েছে শামীম ওসমানের আমেরিকার ভিসা বাতিল করা হয়েছে। উনি আমেরিকায় ঢুকতে পারবেন না !
আমেরিকার সাথে সম্পর্ক নিয়ে প্রচুর মিথ্যা প্রপাগান্ডা চলছে অন লাইন অফ লাইনে । গুজবে কান দেবেন না !
জয় বাংলা।

রাজনৈতিক নেতা ও সাংবাদিক মোঃ হামিদ ফেসবুকে লিখেছেন, শামীম ওসমান এমপি এখন নিউইয়র্কে অপপ্রচার করা হয়েছে শামীম ওসমানের আমেরিকার ভিসা বাতিল করা হয়েছে। উনি আমেরিকায় ঢুকতে পারবেন না। মিথ্যার পরাজয়। হলুদ সাংবাদিকতার পরাজয় হয়েছে আবারো । নৌকার নেতা শামীম ওসমান এখন আমেরিকায়।
জয় বাংলার জয়
জয় বঙ্গবন্ধুর জয়
জয় শেখ হাসিনার জয়

জ্যাকসন হাইটসে শামীম ওসমান

এদিকে গত ১২ জুলাই রাত সাড়ে দশটার দিকে শামীম ওসমান জ্যাকসন হাইটসে চা পান করতে আসেন। এসময় বিএনপির কিছু কর্মী তাকে উদ্দেশ্য করে ‘ভূয়া’ ‘ভূয়া’ বলে চিৎকার করতে থাকেন । এরপর তিনি গাড়ি থেকে নেমে আসলে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীর মধ্যে শুরু হয় বাক-বিতন্ডাতা। পানির বোতল ও খালি চায়ের কাপ নিক্ষেপও হয়েছে এ সময়। এক সময় তা ধাক্কা-ধাক্কির পর্যায়ে চলে যায়। পরে এলাকাবাসীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। ঘটনার সময় কাকতালিয়ভাবে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও কেন্দ্রীয় নেতা গিয়াস আহমেদ উপস্থিত হন। তিনি এক পর্যায় দলীয় কর্মিদের শান্ত করার চেষ্টা করেন।

 

Facebook Comments Box

Posted ৩:৫৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৪ জুলাই ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com