রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আক্ষেপ নয়, অতৃপ্তি আছে: পূর্ণিমা

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   135 বার পঠিত   |   পড়ুন মিনিটে

আক্ষেপ নয়, অতৃপ্তি আছে: পূর্ণিমা

সমকাল পরিবারকে ধন্যবাদ। জন্মদিন নিয়ে তো আহামরি কোনো প্ল্যান নেই। তবে পরিবারের সদস্যদের নিয়ে দিনটি নিজের মতো করেই উদযাপন করব। আজ ঢাকায় থাকছি না। ঢাকার বাইরে দিনটি ঘুরেফিরেই কাটিয়ে দেব।

বয়স কোনো ব্যাপার নয়। এটি একটি সংখ্যা মাত্র। সবার ভালোবাসা নিয়ে বেঁচে আছি, ভালো আছি– এটাই বড় কথা, সার্থকতা।

অবশ্যই মা-বাবার। বিশেষ করে আমার মায়ের আগ্রহ, সাপোর্ট, ভালোবাসা, পরিশ্রম আমাকে আজকের পূর্ণিমা হতে সহায়তা করেছে। মা চেয়েছেন তাঁর মেয়ে প্রতিষ্ঠিত হোক। সে পথেই চেষ্টা করে গিয়েছি আমি।

মনে হলো, সেদিনই তো কাজ শুরু করলাম। অথচ ২৫ বছর হয়ে গেল! এই সময়টাতে অনেক উত্থান-পতনই দেখেছি। হয়তো নিজেরও অনেক কিছু করার কথা ছিল, তা হয়নি। অনেক পাওয়ার গল্প যেমন আছে, তেমনি না পাওয়ার গল্পও আছে। এই দীর্ঘ সময়ে মানুষের অফুরন্ত ভালোবাসা পেয়েছি। এখনও পাচ্ছি। এক জীবনে এটাকেই বড় অর্জন হিসেবে দেখি।

হ্যাঁ, আমার সময়ের অনেকেই এখন নেই। আমি টিকে আছি। কাজ করছি। হয়তো সিনেমার অভিনয়ে খুব একটা নেই, টিভি উপস্থাপনায় আছি। এটা তো সুখকরই মনে হয়। আমি যে শুধু সিনেমাই করতাম, তা কিন্তু নয়। অভিনয় শুরুর কয়েক বছর পর যখন সিনেমায় অশ্লীলতার জোয়ার চলে আসে, তখন টেলিভিশনে কাজ শুরু করি। পরে দুই জায়গাতেই নিয়মিত কাজ করেছি। গত সাত-আট বছর তো উপস্থাপনাই আমাকে এগিয়ে রেখেছে। এটা দিয়েই এখন মানুষের কাছাকাছি থাকছি।

ছবি দুটির কোনো খবর আমার কাছে নেই। পরিচালক সব বলতে পারবেন।

Facebook Comments Box

Posted ৯:০২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com