
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২ | প্রিন্ট | 350 বার পঠিত | পড়ুন মিনিটে
নিউইয়র্ক থেকে নির্বাচিত কংগ্রেসম্যান হেকিম জেফরি কংগ্রেসে ডেমোক্র্যাটিক পার্টির নেতা নির্বাচিত হচ্ছেন। গত বৃহস্পতিবার নেন্সি পেলোসী আর কংগ্রেসে দলের নেতৃত্বে থাকবেন না বলে ঘোষণা দেন। এর একদিন পরই আজ শুক্রবার দলের দায়িত্ব নেবার আগ্রহের কথা ঘোষণা দেবেন বলে জেফরি জানিয়েছেন।
জেফরি নিউইয়র্কের কংগ্রেস আসন ৭ (ব্রুকলিন ও ওজনপার্ক) থেকে নির্বাচিত। বর্তমানে তিনি ডেমোক্র্যাটিক ককাসের চেয়ার হিসেবে কাজ করছেন। আগামী ৩০ নভেম্বর হাউজ ডেমোক্র্যাটরা নেতা নির্বাচন করবেন। পর্যবেক্ষরা বলছেন, জেফরি সহজেই এতে জয়লাভ করবেন।
Posted ৫:৫২ অপরাহ্ণ | শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২
nykagoj.com | Monwarul Islam