রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

‌‌’শর্টকাট লাভ স্টোরিতে’ তৌসিফ-তটিনী

বিনোদন ডেস্ক   |   রবিবার, ২৫ জুন ২০২৩   |   প্রিন্ট   |   205 বার পঠিত   |   পড়ুন মিনিটে

‌‌’শর্টকাট লাভ স্টোরিতে’ তৌসিফ-তটিনী

ঈদুল আজহাকে সামনে রেখে নির্মিত হলো বিশেষ নাটক ‘শর্টকাট লাভ স্টোরি’। সম্প্রতি ঢাকার উত্তরার বিভিন্ন লোকেশানে শুটিং সম্পন্ন হয় নাটকটির। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তানজীম সায়রা তটিনী।

মেজবা উদ্দিন সুমনের পরিচালনা করেছেন সানজিদ খান প্রিন্স। নির্মাতা বলেন, এই গল্পের পরতে পরতে রয়েছে দুষ্টু-মিস্টি প্রেমের খুনসুটি যা প্রেমিক হৃদয়ের দর্শকদের মনে প্রণয় আসক্তি জাগিয়ে তুলবে।

তৌসিফ মাহবুব বলেন, ‘নাটকটির গল্প দারুণ। দর্শক এটি দেখে বিনোদিত হলেই আমাদের স্বার্থকতা।

তটিনী বলেন, ‘ঈদের ঠিক আগ মুহুর্তে কাজের অনেক চাপ থাকলেও আমরা ফানি মেজাজেই শুটিং সম্পন্ন করেছি। নাটকটি নিয়ে আমার অনেক প্রত্যাশা। তৌসিফ ভাই একজন চমকৎকার শিল্পী। তার সঙ্গে কাজ করে সহশিল্পী হিসেবে আরামবোধ করি। আমার বিশ্বাস এই নাটকটি সবার মন ভরাবে।’

স্বপ্নঘুড়ি ও ক্রিয়েশন ইনফিনিটি প্রযোজিত ‘শর্টকাট লাভ স্টোরি’ নামের নাটকে তৌসিফ-তটিনী ছাড়াও অভিনয় করেছেন আনন্দ খালেদ, আজম খান, মৌ শিখা, শারমিন শর্মী প্রমুখ।

Facebook Comments Box

Posted ৩:৩০ অপরাহ্ণ | রবিবার, ২৫ জুন ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com