
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৫ জুন ২০২৩ | প্রিন্ট | 316 বার পঠিত | পড়ুন মিনিটে
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাজা মওকুফের নাটকীয় খেলায় পা বাড়াচ্ছে সরকার। আগামী জাতীয় সংসদের নির্বাচনে অংশগ্রহন ও সভা সমাবেশে যোগদানের প্রস্তাবনায় থাকতে পারে এটি। আর এ প্রক্রিয়ার পেছনে রয়েছেন বেগম জিয়ার ভাই শামীম ইস্কান্দার, বোন সেলিমা ইসলাম ও মোসাদ্দেক আলী ফালু। বেগম জিয়া কোনভাবেই জেলে থাকতে চান না। জেল থেকে বের করে বাসায় রাখার জন্য সরকারের সাথে সমঝোতা নাটকের নেপথ্যেও ছিলেন এই ৩ জন। অবশ্য তাদের এ উদ্যোগে বেগম জিয়ারও সায় ছিল।
বাংলাদেশে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহনমুলক নির্বাচনের জন্য পশ্চিমা বিশ্বের প্রচন্ড চাপের মধ্যে রয়েছে সরকার। বিএনপিকে নির্বাচনে আনা ও খালেদা জিয়াকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতে হিসেব কষা হচ্ছে। সরকারও সুষ্ঠু নির্বাচনে তাদের আগ্রহ ও নমনীয়তা আমেরিকাসহ বর্হিবিশ্বের কাছে তুলে ধরতে সুযোগ পাবে। পুরো প্রক্রিয়ায় মামলা ও ব্যবসার নানা চাপে থাকা একধাপ এগিয়ে ফালু। তারেকের সাথে তার সম্পর্কও তলানীতে। শামীম ও সেলিমাকে নিয়ে অচেনা পথেই হাঁটছেন তিনি।
এদিকে বিএনপির রাজনীতিতে এখন একক নিয়ন্ত্রন রয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে। দলের কেন্দ্র থেকে শুরু করে জেলা উপজেলা পর্যন্ত নিয়ন্ত্রন তারেক রহমানের হাতে। পাঁতানো কোন নির্বাচনে তারেক যে পা দেবেন না তা সরকারের নীতি নির্ধারকরা নিশ্চিত। এ কারনে মামলা ও জেলের ইস্যুতে তারা বেগম খালেদা জিয়াকে সামনে আনার প্রস্তুতি নিচ্ছে। মূল লক্ষ্য মা ও ছেলের মধ্যে দূরত্ব তৈরি। বাংলাদেশে জনসাধারনের মধ্যে বেগম জিয়ার ইমেজ তারেক রহমানের চেয়ে অনেক বেশি। সরকার তারেককে ঠেকাতে মাকেই বেছে নেবার পক্ষে। ফালু ও শামীম ইস্কান্দারের সাথে তারেক রহমানের সম্পর্কও সুখকর নয়। তাদের দিয়ে সরকার তারেক বিরোধী বলয়কে শক্তিশালী করতে প্রস্তুত সরকার। এই ডিভাইড এন্ড প্লে নীতিতে নির্বাচনী কৌশলে হাঁটতে চাচ্ছে তারা। আর এমন একটি ইঙ্গিত পাওয়া যায় আইন মন্ত্রী আনিসুল হকের বক্তব্য থেকে। তিনি বলেছেন, খালেদা জিয়া রাজনীতি করবেন না এমন মুচলেকাতো দেন নি। অথচ কয়েক দিন আগেও তারা বলতেন খালেদা জিয়ার রাজনীতি করা আইনগত অধিকার নেই। তিনি এতিমদের অর্থ আত্মসাতের মামলায় দন্ডপ্রাপ্ত আসামী।
জুলাইতে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ডের নেতৃত্বে চার সদস্যের একটি উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধিদল আগামী মাসে ঢাকা সফরে যাচ্ছে। ওই প্রতিনিধিদলে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক এসিস্টেন্ট সেক্রেটারি ডোনাল্ড লু’র নামও রয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ সফরকালে প্রতিনিধিদলের সদস্যরা ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, বিরোধী দল বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন। উভয় দলের সাথে আলোচনায় খালেদার মুক্তি, নির্বাচনকালীন সরকার ও অবাধ অংশগ্রহনমূলক নির্বাচনের বিভিন্ন বাধাগুলো স্থান পেতে পারে। এদিকে সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বিএনপি মহাসচিব ফকরুল ইসলাম আলমগীর গত শনিবার বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন।
উল্লেখ্য, চলতি বছরের শেষ কিংবা আগামী বছরের শুরুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। নির্বাচনের মাত্র মাস ছয়েক আগে এমন উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধিদলের ঢাকা সফর ঘিরে তাই খুব স্বাভাবিকভাবেই সচেতন মহলের নজর থাকবে।
Posted ১২:৩৭ অপরাহ্ণ | রবিবার, ২৫ জুন ২০২৩
nykagoj.com | Monwarul Islam