সোমবার ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রোজিনার ফোন পেয়েই হাজির শুভ, বললেন হলে গিয়ে ছবিটি দেখব

বিনোদন ডেস্ক   |   রবিবার, ১১ জুন ২০২৩   |   প্রিন্ট   |   93 বার পঠিত   |   পড়ুন মিনিটে

রোজিনার ফোন পেয়েই হাজির শুভ, বললেন হলে গিয়ে ছবিটি দেখব

‘রোজিনা ম্যাম ও কাঞ্চন স্যার উনারা আমাদের কিংবদন্তি। আমাদের জন্য অনেক বড় প্রেরণার যে আমাদের সিনেমার এমন সময়ে তারা আবার আমাদের পথ দেখানোর জন্য আসছেন। কাজ করছেন। উনারা যদি এখনও বাংলা চলচ্চিত্রের জন্য হৃদয়ে এতো ভালোবাসা রাখতে পারেন, প্রেম রাখতে পারেন। তাহলে আমাদেরও আরও অনেক দায়িত্ব আছে।’চিত্রনায়িকা রোজিনা পরিচালিত ও অভিনীত সিনেমা ‘ফিরে দেখা’সিনেমাকে শুভকামনা জানাতে এসে এভাবেই বলছিলেন আরিফিন শুভ।

আগামী ১৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ফিরে দেখা’এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হন ‘ফিরে দেখা’ টিমের সদস্যরা। রোজিনার ডাকে এই আয়োজনে ফিরে দেখা সিনেমার শিল্পী না হয়েও হাজির হোন আরিফিন শুভ। বক্তব্যের শুরুতেই তিনি জানান, আমরা যখন ছোট ছিলাম তখন তাদেরকে দেখেছি, তাদের সিনেমা দেখেছি আজকে এখনও তারা ভালোবেসে কাজ করে যাচ্ছেন। ফিরে দেখার প্রতি আমার শুভ কামনা রইল।

রোজিনা ও ইলিয়াস কাঞ্চনদের অভিনীত সিনেমা দেখে দেখে বড় হয়েছেন আরিফিন শুভ। সেই শুভ এখন ঢাকাই ছবির অন্যতম জনপ্রিয় নায়ক। তাই ‘ফিরে দেখা’সিনেমার সংবাদ সম্মেলনের দাওয়াতে এড়িয়ে যাননি শুভ।

শুভ বলেন, ‘রোজিনা ম্যাম ও কাঞ্চন স্যার উনারা আমাদের কিংবদন্তি। আমাদের জন্য অনেক বড় প্রেরণার যে আমাদের সিনেমার এমন সময়ে তারা আবার আমাদের পথ দেখানোর জন্য আসছেন। কাজ করছেন। উনারা যদি এখনও বাংলা চলচ্চিত্রের জন্য হৃদয়ে এতো ভালোবাসা রাখতে পারেন, প্রেম রাখতে পারেন। তাহলে আমাদেরও আরও অনেক দায়িত্ব আছে।’

এ সময় ছবিটি হলে গিয়ে দেখবেন বলেও জানান শুভ। পাশপাশি দর্শকদেরও হলে গিয়ে সিনেমাটি দেখার আহ্বান করেন এই নায়ক। শুভ বলেন, আমি সবার কাছে এই অনুরোধ করব, রোজিনা ম্যাম এটা বানিয়েছেন। এখানে নিরব আছে আরও অনেকেই আছেন। ছবিটি যখন রিলিজ হবে আমি অবশ্যই হলে দেখতে যাব। আপনারা যারা দর্শক আছেন তারাও ছবিটি দেখতে যাবেন, অনুপ্রেরণা দেবেন।

‘ফিরে দেখা’ নির্মাণের জন্য ২০১৯-২০ অর্থবছরে ৫০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছেন রোজিনা। ২০২১ সালের মার্চে শুরু হয় ছবিটির শুটিং। এই ছবিতে রোজিনার সঙ্গে আছেন কিংবদন্তি নায়ক ইলিয়াস কাঞ্চন। ছবিটির গল্প, চিত্রনাট্য লেখার পাশাপাশি পরিচালনাও করেছেন রোজিনা। এছাড়া সরকারি অনুদান সংগ্রহ করে, সহ-প্রযোজনাও করেছেন তিনি।

Facebook Comments Box

Posted ২:১৪ অপরাহ্ণ | রবিবার, ১১ জুন ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com