রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়ার নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

শিকদার রহমান , আটলান্টা   |   শুক্রবার, ০২ জুন ২০২৩   |   প্রিন্ট   |   229 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়ার নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

২৭ মে শনিবার সন্ধ্যায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়ার নতুন কমিটির অভিষেক, বাংলা নববর্ষ ও ঈদ
পূর্ণলমিলনী  অনুষ্ঠান স্থানীয় বার্কমার হাই স্কুলে অনুষ্ঠিত হয় । নতুন কমিটির প্রতিনিধিবৃন্দসহ প্রবাসী  গণ্যমান্য ব্যক্তি ও অন্যান্য শ্রেণী পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সাংস্কৃতি অনুষ্ঠানে মনোমুগ্ধকরা সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত সুরকার, গীতিকার এবং কন্ঠ শিল্পী এসআই টুটুল ও জনপ্রিয় কন্ঠ শিল্পী বেবী নাজনিন এবং স্থানীয় প্রবাসী শিল্পীবৃন্দ।
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রবাসী শিল্পী, সুরকার ও গীতিকার রোমেল খান স্বরচিত একটি গান গেয়ে নতুন কমিটির প্রতিনিধিদের স্বাগত জানান ।
নবনির্বাচিত কমিটির প্রতিনিধিরা হলেন,  সভাপতি,মাহবুবুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলি খান লোদী,  সহ সভাপতি ফারুক আহমেদ ও  নজরুল ইসলাম, সহসাধারণ সম্পাদক, আলী আলম সোহাগ, সাংগঠনিক সম্পাদক আবুল হাসান, অর্থ সম্পাদক রাসেল ভূঁইয়া, জনসংযোগ সম্পাদক ইঞ্জি: মাহবুব আহমে্‌দ, সাংস্কৃতিক সম্পাদক মোসাম্মত আরজু  এবং  ক্রীড়া সম্পাদক  নূর ভূঁইয়া । অন্যান্যরা হলেন সদস্য, নাদিরা রহমান , এম মাওলা দিলু, মহিন উদ্দিন দুলাল, নিরুপম পাল ও নাহিদুল খান সাহেল। ১৫ সদস্যের এই কার্যকরী পরিষদের কমিটি আগামি ২ বছরের জন্য নির্বাচিত হয় ।
গত ২৭ মার্চ বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে মাহবুব লোদী প্যানেলের পুরো প্যানেলই সেই নির্বাচনেবিজয়ী হয় । নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাস্যোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক লেখক আবু লিয়াকৎহুসেন ।
অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি মাহবুবর রহমান স্বাগত বক্তব্য দেন।  বক্তব্যে তিনি  বিদায়ী কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নতুন কমিটিকে নিয়ে আগামী দিনে ভালো কিছু করার অঙ্গীকার ব্যক্ত করেন।   বিদায়ী কমিটির সভাপতি সম্পাদক যথাক্রমে মোস্তফা কামাল মাহমুদ ও এ এইচ রাসেল এ সময়  উপস্থিত ছিলেন।
এ ছাড়াও নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে বক্তব্যা রাখেন জর্জিয়া স্টেট সিনেটর শেখ রহমানসহ আরো অনেকে । পরিশেষে  অনুষ্ঠানে মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশ করে অতিথিদের মনোরঞ্জন করেন  সুরকার, গীতিকার এবং জনপ্রিয় কন্ঠ শিল্পী এসআই টুটুল ও  কন্ঠ শিল্পী বেবী নাজনিন এবং প্রবাসী  শিল্পীবৃন্দ।  নতুন কমিটির ক্রীড়া সম্পাদক নূর ভূঁইয়ার তত্ত্ববধানে  একটি র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। ড্রতে বিজয়ীরা বিভিন্ন উপহার সামগ্রী জিতে নেয়। সমগ্র অনুষ্ঠাটি উপস্থাপনায় ছিলেন, রিটা আলি, জাকিয়া তৌফিক, রেদোয়ান হৃদয় ও নতুন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলি খান লোদী।

Facebook Comments Box

Posted ৯:২৬ অপরাহ্ণ | শুক্রবার, ০২ জুন ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com