
বিনোদন ডেস্ক | রবিবার, ২১ মে ২০২৩ | প্রিন্ট | 120 বার পঠিত | পড়ুন মিনিটে
টান টান উত্তেজনা বিরাজ করছে আসন্ন গাজীপুর সিটি নির্বাচন নিয়ে। এই নির্বাচনে ভোট চাইতে মাঠে নামলেন ঢাকাই ছবির একঝাঁক তারকা।
রোববার আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে গণসংযোগে নেমে নগরীর বিভিন্ন এলাকায় প্রচার চালাতে দেখা যায় চিত্রনায়ক ফেরদৌস, রিয়াজ, সাইমন সাদিক, চিত্রনায়িকা নিপুণ, মাহিয়া মাহি ও অভিনেত্রী সোহানা সাবা , উর্মিলা শ্রাবন্তী কর, জেসমিনসহ অনেকেই।
ভোটের মাঠের বেশ বেশ কিছু ছবি প্রকাশ করেছেন সাইমন সাদিক। সেখানে রিয়াজ, সাইমন সাদিক, চিত্রনায়িকা নিপুণ, মাহিয়া মাহি ও অভিনেত্রী সোহানা সাবা, উর্মিলা শ্রাবন্তী কর, জেসমিন ছাড়াও ফেরদৌসের উজ্জ্বল উপস্থিতি চোখে পড়েছে।
আগামী ২৫ মে নির্বাচনে এর আগে শেষবারের জোরালো প্রচারণায় আওয়ামী লীগ প্রার্থী আজমত উল্লাহর পক্ষে একঝাঁক তারকা প্রচারণা অংশ নিয়ে গাজীপুরের সিটি করপোরেশন নির্বাচনকে আলোকিত করলেন।
Posted ১:৪৭ অপরাহ্ণ | রবিবার, ২১ মে ২০২৩
nykagoj.com | Stuff Reporter