রবিবার ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

‘চিফ হিট অফিসার’ বুশরা অভিনয় করেন, সিনেমার প্রযোজকও

বিনোদন ডেস্ক   |   শনিবার, ০৬ মে ২০২৩   |   প্রিন্ট   |   206 বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘চিফ হিট অফিসার’ বুশরা অভিনয় করেন, সিনেমার প্রযোজকও

রাজধানীর উত্তরের তাপ হ্রাসের কৌশল গ্রহণ এবং তা বাস্তবায়নের কাজ করবেন বুশরা আফরিন। এই জন্য তাকে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশনের তাপমাত্রা নিয়ন্ত্রণে ‘হিট অফিসার’ পদে নিয়োগ দেয়।

গত ক’দিন তাকে নিয়ে বেশ চর্চা হচ্ছে। যে যার মত সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা করছেন। তবে সব ছাপিয়ে মানুষ মুগ্ধ বুশরা আফরিনের গুছিয়ে কথা বলায়।

এদিকে ‘চিফ হিট অফিসার’ হয়ে বুশরা এই আলোচনায় আসার আগে নাম লিখিয়েছেন অভিনয়ে।

নুহাশ হুমায়ূনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘৭০০ টাকা’তে গায়ক-অভিনেতা প্রীতম হাসান ও সাবিলা নূরের সঙ্গে অভিনয় করেন তিনি। স্বল্পদৈর্ঘ্যটির ১১ মিনিট ২৪ সেকেন্ড থেকে দেখা যায় বুশরাকে।

শুধু অভিনয় নয়, একই পরিচালকের আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচিত সিনেমা ‘মশারি’র প্রযোজকও বুশরা।

সিনেমাটির ট্রেলারের ক্রেডিট লাইনে আছে তার নাম।

উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা আফরিন। ডিএনসিসিতে ‘চিফ হিট অফিসার’ হিসেবে কাজ করতে বুশরা আফরিনকে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি উন্নয়ন সংগঠন অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশন। ডিএনসিসির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

Facebook Comments Box

Posted ১২:১৯ অপরাহ্ণ | শনিবার, ০৬ মে ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com