বৃহস্পতিবার ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশিষ্টজনদের হাতে রবীন্দ্র-নজরুলের ১০ গানের মোড়ক উন্মোচন

বিনোদন ডেস্ক   |   রবিবার, ৩০ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   121 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিশিষ্টজনদের হাতে রবীন্দ্র-নজরুলের ১০ গানের মোড়ক উন্মোচন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান নিয়ে অ্যালবাম ‘হঠাৎ দেখা’ প্রকাশিত হল। শনিবার রাজধানী হোটেল লেকশোরে ‘অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন স্পীকার ড. শিরিন শারমীন চৌধুরী।

দুই বাংলার বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী শ্রাবনী সেন এবং শিল্পী সুস্মিতা আনিসের কণ্ঠে রবীন্দ্র-নজরুলের ১০টি গানের এক মোহনীয় সম্মিলন হচ্ছে অ্যালবামটি।

হঠাৎ দেখা অ্যালবামের দশটি গান চারটি ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে- প্রেম, বর্ষা, ভক্তিমূলক এবং উদ্দীপনামূলক গান। বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী সুস্মিতা আনিসের উদ্যোগে দুই বাংলার বিভিন্ন শিল্পী কলাকুশুলীদের সম্মিলিত আয়োজনে পাঁচটি রবীন্দ্র সংগীত, পাঁচটি নজরুল সংগীত ও কাহিনীর সমন্বয়ে হঠাৎ দেখা অ্যালবামটি তৈরী হয়।

সঙ্গীত শিল্পী বাপ্পা মজুমদারের সঙ্গীতায়োজনে এই অ্যালবামটিতে শিল্পী সুস্মিতা আনিস এবং শ্রাবণী সেনের কন্ঠে রবীন্দ্র- নজরুলের গানের পাশাপাশি এতে বাচিকশিল্পী মধুমিতা বসু এবং কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের রচিত গল্পে হঠাৎ দেখা কাহিনীর শ্রুতি অভিনয়ে রয়েছেন মধুমিতা বসু ও শ্রীজাত বন্দোপাধ্যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পীকার শিরিন শারমীন চৌধুরী বলেন, ‘নজরুল রবীন্দ্রকে এক সুতায় বেঁধে এই মিউজিক্যাল অ্যালবাম করার জন্য, শিল্পী সুস্মিতা আনিসের এই প্রয়াস প্রশংসার যোগ্য।’

সুস্মিতা আনিস বলেন, ‘ছোটবেলা থেকেই এই দুই কবির সংগীত, সাহিত্য ও দর্শন নিয়েই বড় হয়েছি এবং সেটি সামগ্রিকভাবে আমাদের জীবনকে প্রভাবিত করেছে। সেজন্যেই আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি দুই বাংলার শিল্পীদের নিয়ে একটি অ্যালবাম করি। আজকে অ্যালবামটি শ্রোতাদের উপহার দিতে পেরে আমি খুবই আনন্দিত।’ অ্যালবামটি পাওয়া যাচ্ছে সুস্মিতা আনিসের ইউটিউব চ্যানেলে।

আয়োজনে বিশেষ অতিথি ছিলেন রাষ্ট্রদূত প্রণয় ভার্মা, ভারতীয় হাইকমিশন, ঢাকা, বাংলাদেশ ও অধ্যাপক ড. মুহাম্মাদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সমাজের অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Facebook Comments Box

Posted ১২:৩৪ অপরাহ্ণ | রবিবার, ৩০ এপ্রিল ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com