শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কেক খেয়ে অনন্ত জলিল বললেন, হায় হায় আমি তো রোজা

বিনোদন ডেস্ক   |   সোমবার, ১৭ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   190 বার পঠিত   |   পড়ুন মিনিটে

কেক খেয়ে অনন্ত জলিল বললেন, হায় হায় আমি তো রোজা

জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রোজা রেখেই ভুলে কেক খেয়ে ফেলেছেন চিত্রনায়ক অনন্ত জলিল। সোমবার এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সবাইকে নিয়ে কেক কাটেন আলোচিত এ অভিনেতা। এ সময় ‘কিল হিম’ ছবির প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল অনন্ত জলিলকে কেক খাইয়ে দেন। এ সময় সামনে থেকে একজনকে বলতে শোনা যায়, ‘ভাই- রোজা রোজা’। সঙ্গে সঙ্গে টিস্যু দিয়ে মুখ মুছে অনন্ত বলেন, ‘হায় হায়, আমি তো রোজা।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে যাওয়ার পর বিষয়টি অনেকে স্বাভাবিক হিসেবে নিলেও কেউ বলছেন ভিন্ন কথা।

শামীম হোসেন নামে একজন ফেসবুকে লেখেন- ‘অনন্ত জলিল ভাই জন্মদিনের কেকটা ইফতারের পরে কাটলেও পারতেন। তাহলে আর কেক খেয়ে আমি তো রোজা বলে আফসোস করা লাগতো না।’

এ বিষয়ে অনন্ত জলিল বলেন, ‘আজ আমার জন্মদিন। এটা আমার বিশেষ দিন। অনেক দূর দুরান্ত থেকে ভক্তরা আমার সঙ্গে দেখা করতে এসেছেন। তাই রোজা রেখেই তাদের সঙ্গে কেক কাটি। আমি এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের প্রতি।’

এবার ঈদে বর্ষাকে নিয়ে অনন্ত হাজির হচ্ছেন ‘কিল হিম’ নিয়ে। ‘কিল হিম’ হচ্ছে অনন্তর নিজস্ব প্রযোজনার বাইরে প্রথম সিনেমা। এর পরিচালক ও প্রযোজক মো. ইকবাল।

গত ১৩ এপ্রিল রাত ৮টায় এফডিসিতে এক অনুষ্ঠানের মাধ্যমে ‘কিল হিম’ সিনেমার টিজার প্রকাশ করা হয় ইন্টারনেট মাধ্যমে। পোস্ট দেওয়া হয় ফেসবুকে অনন্ত ভেরিফায়েড পেজে।

Facebook Comments Box

Posted ৩:৪৪ অপরাহ্ণ | সোমবার, ১৭ এপ্রিল ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com