শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নিউইয়র্ক স্টেট গর্ভনর নির্বাচন শেষ হাসিটি হোকলই হাসলেন

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১১ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   450 বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউইয়র্ক স্টেট গর্ভনর নির্বাচন শেষ হাসিটি হোকলই হাসলেন

শেষ হাসিটি হোকলই হাসলেন। নিউইয়র্ক স্টেট জুড়ে শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যদিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩ মাস আগেও ডেমোক্র্যাট গর্ভনর প্রার্থী জরিপে ২০ পয়েন্টে এগিয়েছিলেন। কিন্তু নির্বাচনের ৭ দিন আগ থেকে সর্বত্র আঅেচনা হচ্ছিল হোকল হেওে জেতে পারেন। জেতার সম্ভাবনা রয়েছে রিপাবলিকান দলের গর্ভনর প্রার্থী লি জেলডিন। দু একটি জরিপে তাকে এগিয়ে থাকতেও দেখা যায়।

ডিপ ব্লু স্টেট হিসেবে খ্যাত ডেমোক্র্যাটদের হেরে যাবার সম্ভাবনায় নড়েচড়ে উঠেন ডেমোক্র্যাট নেতৃত্ব। হোকলকে সহায়তায় স্বয়ং প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হেরিস ও হিলারী ক্লিনটন নির্বাচনী প্রচারনায় নেমে পড়েন।

ক্যাথি সি হকুল নিউইয়র্ক স্টেটের প্রথম নারী হিসেবেব পূর্ণ চার বছর মেয়াদের জন্য গর্ভনর নির্বাচিত হয়েছেন। গত বছর গর্ভনর এন্ড্রু ক্যুমো যৌন কেলেঙ্কারি অভিযোগে পদত্যাগ করার পর হোকল ভারপ্রাপ্ত গর্ভনর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

Facebook Comments Box

Posted ১০:৪৫ অপরাহ্ণ | শুক্রবার, ১১ নভেম্বর ২০২২

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com