রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জন্মদিনে কাকে পাঁচ কোটি রুপি দিতে চান সুকেশ?

বিনোদন ডেস্ক   |   বুধবার, ২২ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   131 বার পঠিত   |   পড়ুন মিনিটে

জন্মদিনে কাকে পাঁচ কোটি রুপি দিতে চান সুকেশ?

২০০ কোটি রুপি তছরুপের অভিযোগে ভারতের দিল্লির তিহাড় জেলে বন্দি রয়েছেন ‘কনম্যান’ সুকেশ চন্দ্রশেখর। তবে এই মামলা ছাপিয়েও গত বছর থেকেই তিনি শিরোনামে রয়েছেন ব্যক্তিগত সম্পর্কের জেরে। তার সঙ্গে জড়িয়েছে বলিউডের দুই অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ, নোরা ফাতেহির নাম। শোনা গিয়েছিল, এই দুই অভিনেত্রীর পিছনে কোটি কোটি টাকা খরচ করেছেন। এবার জানা গেল সুকেশের নতুন ইচ্ছের কথা। আগামী ২৫ মার্চ তার জন্মদিন। এ উপলক্ষে তিনি বিলিয়ে দিতে চান পাঁচ কোটি রুপি। তবে তা জ্যাকুলিন বা নোরাকে নয়।

তাহলে সুকেশ কাকে দিতে চান এত অর্থ, তা জানা গেল ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে প্রকাশিত এক প্রতিবেদেন। এতে বলা হয়েছে,সম্প্রতি তিহাড় জেল কর্মকর্তাকে অর্থ বিলিয়ে দেওয়ার ব্যাপারে নিজের আইনজীবী অনন্ত মালিকের মাধ্যমে চিঠি লিখেছেন সুকেশ। তাতে জানিয়েছেন, এই অর্থ তিনি দান করে দিতে চান জেলবন্দি কয়েদিদের সাহায্যে। সুকেশের কথায়,’জেলে এমন অনেক বন্দি রয়েছেন, যারা তাদের পরিবার ও ছেলেমেয়ের লেখাপড়ার খরচ চালাতে একেবারে অক্ষম। আমার ব্যক্তিগত তহবিল থেকে তাদেরকে সহযোগিতা করতে চাই’।

সুকেশ আরও লিখেছেন, তিনি ও তার পরিবার বহু বছর ধরে এই ধরনের স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত, জেলবন্দিদের সাহায্য করতে পারলে সেটিই হবে তার জন্মদিনের শ্রেষ্ঠ উপহার।

Facebook Comments Box

Posted ১২:৪৬ অপরাহ্ণ | বুধবার, ২২ মার্চ ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com