রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দিল ২ কোটি ৪০ লাখ ডলার

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১০ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   245 বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দিল ২ কোটি ৪০ লাখ ডলার

 

রোহিঙ্গা পূর্নবাসনে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ২ কোটি ৪০ লাখ ডলার বরাদ্দ দিল। বুধবার ৮ মার্চ ইউএস স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিেত বলেছে, বাংলাদেশে বসববাসরত রোহিঙ্গাদের মানবিক সাহায্যের জন্য এ অর্থ দেয়া হচ্ছে। বিবৃতিতে বলা হয়, মিয়ানমারের রাখাইন স্টেটের সহিংসতায় রোহিঙ্গারা বাংলাশে আশ্রয় নিয়েছে। তাদের সংখ্যা ৯ লাখ ৮০ হাজারের কাছাকাছি। ২০১৭ সাল থেকে এ পর্যন্ত রোহিঙ্গাদের সহায়তায় মোট মার্কিন সাহায্যের পরিমান দাঁড়ালো ২.১ বিলিয়ন ডলার। এবারে অতিরিক্ত ২০ লাখ ডলার দেয়া হয়েছে প্রতিবেশি কয়েকটি দেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য।
স্টেট ডিপার্টমেন্টেরি বিবৃতিতে বলা হয়, মায়ানমার এথনিক কমিউনিটিকে নিশ্চিহ্ন করতে নির্মম অত্যাচার চালাচ্ছে। জেনোসাইড থেকে বাঁচতে তারা বাংলাদেশের কক্সবাজার এলাকায় আশ্রয় নিয়েছে। যুক্তরাষ্ট্রের দেয়া সাহায্য শিশুদের ভোরনপোষণ, ইয়ংদের শিক্ষা ও ভকেশনাল ট্রেনিং,ক্লিন ওয়াটার সাপ্লাই ও স্যানিটেশনসহ মানবিক সহায়তার বিভিন্ন খাতে ব্যয় হবে। মানবসভ্যতার এই বিপর্যয়ে বাংলাদেশসহ বিভিন্ন রাষ্ট্রের এগিয়ে আসাকে যুক্তরাষ্ট্র মূল্যায়ন করে। সন্মানের সাথে স্মরন করে। মায়ানমারের পরিস্থিতির উন্নয়ন হলে এসব শরনার্থীর প্রত্যাবর্তন প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র আগামীতেও সাহায্যের হাত বাড়াবে।

Facebook Comments Box

Posted ৯:৩১ অপরাহ্ণ | শুক্রবার, ১০ মার্চ ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com