রবিবার ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশে দ্রুতই ‘পাঠান’ মুক্তি পাবে, টুইটারে জানালেন শাহরুখ

বিনোদন ডেস্ক   |   সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   121 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশে দ্রুতই ‘পাঠান’ মুক্তি পাবে, টুইটারে জানালেন শাহরুখ

মুক্তির ৩ সপ্তাহ পরও প্রেক্ষাগৃহে রাজত্ব করছে শাহরুখ খানের ‘পাঠান’। ছবিটি বাংলাদেশে মুক্তির ব্যাপারে তোরজোর চলছিল শুরু থেকেই। তবে ঠিক কবে মুক্তি পাচ্ছে সে বিষয়ে নিশ্চিত করে জানানো হয়নি এখনও। এর মধ্যেই বাংলাদেশে পাঠান’ মুক্তি নিয়ে বক্তব্য দিলেন কিং খান।

বাংলাদেশি এক ভক্তের প্রশ্নের জবাবে টুইটারে শাহরুখ খান বলেন, ‘আমি এরই মধ্যে বলেছি দ্রুতই সেখানে পাঠান মুক্তি পাবে।’

তার আগে গতকাল রোববার তথ্য মন্ত্রণালয়ের সাংবাদিক সম্মেলনে উপমহাদেশের সিনেমা মুক্তির বিষয়ে জানানো হয়েছে।

তার আগে দেশের প্রেক্ষাগৃহে বলিউডের সিনেমা মুক্তির ব্যাপারে একমত হয়েছিল চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯ সংগঠন। তাদের অনেকেই সেখানে ছিলেন।

তারা জানান, বাংলাদেশে হিন্দি সিনেমা আনার বিষয়ে এসব সংগঠনের দ্বিমত নেই। আলোচনায় সিদ্ধান্তের মধ্যে আছে প্রতিবছর ১০টি হিন্দি সিনেমা বাংলাদেশের প্রেক্ষাগৃহে চলবে।

বাংলাদেশে বলিউড বাদশা শাহরুখ খানের ‘পাঠান’ মুক্তিতে কোনো বাধা থাকছে না।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি দিয়ে ৪ বছর পর বড় পর্দায় ফিরেছেন শাহরুখ খান। মুক্তির তিন সপ্তাহ পরও প্রেক্ষাগৃহে রাজত্ব করছে ছবিটি। বলি মুভি রিভিউজ জানিয়েছে, এ পর্যন্ত ভারতে মোট আয় ৫০২ কোটি ৮৫ লাখ রুপির বেশি আয় করেছে। আর বিশ্বব্যাপী আয় ৯৭১ কোটি রুপিরও বেশি। এ সিনেমায় আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। ক্যামিও হিসেবে আছেন সালমান খান।

Facebook Comments Box

Posted ১:৫৯ অপরাহ্ণ | সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com