রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

২ শতাধিক ছবির অভিনেত্রী স্টেলা স্টিভেন মারা গেছেন

বিনোদন ডেস্ক   |   রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   128 বার পঠিত   |   পড়ুন মিনিটে

২ শতাধিক ছবির অভিনেত্রী স্টেলা স্টিভেন মারা গেছেন

দীর্ঘ দিন ধরে আলঝেইমার রোগে ভুগছিলেন হলিউড অভিনেত্রী স্টেলা স্টিভেনস। অবশেষ মারা গেলেন তিনি। ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেত্রী। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

সিএনএনকে এসব তথ্য জানিয়েছেন এ অভিনেত্রীর পুত্র, অভিনেতা-প্রযোজক অ্যান্ড্রিউ স্টিভেনস।

স্টেলা স্টিভেনসের মা-ওআলঝেইমার রোগে আক্রান্ত ছিলেন। তা জানিয়ে অ্যান্ড্রিউ স্টিভেনস বলেন, ‘আলঝেইমার রোগে শুধু আমার মা নয়, আমার নানি ও খালাও এ রোগে আক্রান্ত হয়েছিলেন। মা এ রোগের স্টেজ সেভেনে ছিলেন। অনেক দিন হাসপাতালেও ভর্তি ছিলেন তিনি। আশা করছি, আমার মায়ের কাজগুলো আইকনিক কাজ হিসেবে মানুষ স্মরণ করবে।’

১৯৩৮ সালের ১ অক্টোবর জন্মগ্রহণ করেন স্টেলা স্টিভেনস। ১৯৫৯ সালে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। এরপর ২ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তা ছাড়াও অসংখ্য টেলিভিশন সিরিজে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

১৯৬৩ সালে মুক্তি পায় স্টেলা অভিনীত ‘দ্য নটি প্রফেসর’ সিনেমাটি। এ সিনেমায় জেরি লুইস চরিত্রে অভিনয় করে দারুণ খ্যাতি লাভ করেন তিনি। স্টেলা স্টিভেনস অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো— ‘গার্লস! গার্লস! গার্লস!’, ‘দ্য সাইলেন্সার্স’, ‘হোয়ার অ্যাঞ্জেলস গো’, ‘দ্য ব্যালাড কেবল হোগ’ প্রভৃতি।

Facebook Comments Box

Posted ২:০৯ অপরাহ্ণ | রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com