রবিবার ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পিছিয়ে গেল আমিরের ‘দঙ্গল’, ছাড়িয়ে গেল শাহরুখে ‘পাঠান’

বিনোদন ডেস্ক   |   রবিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   136 বার পঠিত   |   পড়ুন মিনিটে

পিছিয়ে গেল আমিরের ‘দঙ্গল’, ছাড়িয়ে গেল শাহরুখে ‘পাঠান’

বক্স অফিসে ‘পাঠান’ সিনেমার সাফল্যের যাত্রা যেনো থামছেই না। শাহরুখ, দীপিকা ও জন আব্রাহাম অভিনীত অ্যাকশন ঘরানার এ সিনেমাটি ইতিমধ্যেই ভেঙ্গেছে একের পর রেকর্ড। এবার বিশ্বব্যাপী সর্বমোট ৭২৯ কোটি রুপি আয় করে হিন্দি সিনেমার ইতিহাসে অনন্য আরেকটি রেকর্ড নিজের করে নিয়েছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিটি।

ফলে আয়ের রেকর্ডে পিছিয়ে পড়েছে আমির খানের দঙ্গল। কারণ এখন আমির খানের ব্লকবাস্টার সিনেমা ‘দঙ্গল’ নয়, ভারতের ইতিহাসে সর্বোচ্চ আয় করা হিন্দি সিনেমা এখন ‘পাঠান’।

নিতেশ তিওয়ারী পরিচালিত ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘দঙ্গল’ সিনেমাটি বক্স অফিসে সর্বমোট ২ হাজার কোটি রুপি আয় করেছে। কিন্তু এ আয়ের বড় অংশই এসেছে সিনেমাটির মান্দারিন ভাষায় মুক্তিপ্রাপ্ত চীনা সংস্করণ থেকে। চীনের বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, পরবর্তীতে মান্দারিন ভাষায় মুক্তিপ্রাপ্ত সিনেমাটি প্রায় ১২০০ কোটি রুপি আয় করেছে।

তবে মান্দারিন ভাষায় মুক্তির আয় বাদ দিলেও এতদিন সর্বোচ্চ আয় করা হিন্দি ভাষার সিনেমা ছিল ‘দঙ্গল’। এবার সেই রেকর্ড ভেঙ্গেছে ‘পাঠান’। মুক্তির মাত্র দ্বিতীয় সপ্তাহেই সিনেমাটি দখল করেছে হিন্দি সিনেমা হিসেবে সর্বোচ্চ আয়ের রেকর্ড।

ফিল্ম ট্রেড এনালিস্ট রমেশ বালার টুইট মতে, সর্বশেষ আপডেটে ‘পাঠান’ ভারতে ৪৫৩ কোটি রুপি এবং ভারতের বাইরে ২৭৬ কোটি রুপি আয় করেছে। এছাড়াও গত শনিবার সিনেমা সমালোচক তারান আদর্শের করা টুইট অনুযায়ী, গত শুক্রবার সিনেমাটি শুধু ভারতেই প্রায় ১১ কোটি রুপি আয় করেছে।

সিনেমাটির অসাধারণ সাফল্যের পেছনে শাহরুখের স্টারডমকে কারণ হিসেবে দেখছেন অনেকেই। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘জিরো’ সিনেমার ব্যর্থতার পর নিজেকে খানিকটা গুটিয়ে নিয়েছিলেন শাহরুখ। তবে প্রায় চার বছর পর ‘পাঠান’-এর মাধ্যমে ভারতীয় এ সুপারস্টার দেখিয়ে দিলেন, ‘এভাবেও ফিরে আসা যায়’।

২৫ জানুয়ারি মুক্তির পর বিশ্বব্যাপী বক্স অফিসে মাত্র সাত দিনে প্রথম হিন্দি সিনেমা হিসেবে ৬০০ কোটি রুপির বেশি আয়ের রেকর্ডও গড়েছিল সিনেমাটি। বড়পর্দায় ‘কিং খান’ এর রাজকীয় এ প্রত্যাবর্তন ঘিরে পুরো ভারতজুড়ে ভক্তদের মাঝে চলছে শাহরুখ বন্দনা।

Facebook Comments Box

Posted ১১:৪২ পূর্বাহ্ণ | রবিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com