সোমবার ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কে এই সারা অর্জুন

বিনোদন ডেস্ক   |   শনিবার, ১২ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   18 বার পঠিত   |   পড়ুন মিনিটে

কে এই সারা অর্জুন

রণবীর সিংয়ের বয়স পেরিয়েছে ৪০, আর ঠিক তখনই বলিউডের আসন্ন সিনেমা ‘ধুরন্ধর’-এর লুক টিজারে দেখা মিলল তাঁর বিপরীতে মাত্র ২০ বছর বয়সী এক নতুন মুখ। তিনি সারা অর্জুন। যদিও সারা বলিউডে একেবারে নতুন নন, কিন্তু রণবীরের মতো তারকা অভিনেতার বিপরীতে তাঁকে দেখে বিস্মিত হয়েছেন অনেকেই। ইন্ডিয়া টুডেসহ একাধিক ভারতীয় গণমাধ্যমে প্রশ্ন উঠেছে: কে এই সারা অর্জুন?

সারা অর্জুন মূলত দক্ষিণী চলচ্চিত্র ইন্ডাস্ট্রির একজন পরিচিত মুখ। শিশুশিল্পী হিসেবে যাত্রা শুরু করে তিনি খুব অল্প বয়সেই জনপ্রিয়তা অর্জন করেন। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত তামিল সিনেমা ‘দেইভা থিরুমাগল’ দিয়ে তাঁর অভিনয় জীবন শুরু। ওই সিনেমায় বিক্রমের কন্যার চরিত্রে তাঁর নিপুণ অভিনয় নজর কাড়ে দর্শক-সমালোচক সবার। মাত্র ছয় বছর বয়সেই তিনি হয়ে ওঠেন দক্ষিণী চলচ্চিত্রের অন্যতম সম্ভাবনাময় শিশু তারকা।

পরবর্তী সময়ে তিনি কাজ করেন বেশ কিছু হিন্দি ও দক্ষিণী সিনেমায়। আমির খানের প্রযোজনায় নির্মিত ‘সিক্রেট সুপারস্টার’ সিনেমায়ও ছোট্ট একটি চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। এছাড়া ‘থালাইভি’ (জয়ললিতার বায়োপিক), ‘লাভ হোস্টেল’, ‘ব্ল্যাক ফ্রাইডে’ ও ‘৪০৪’ নামে হিন্দি চলচ্চিত্রেও সারা অর্জুনের উপস্থিতি ছিল প্রশংসনীয়। বিজ্ঞাপন জগতেও সারা কাজ করেছেন নিয়মিত। বলা যায়, শৈশব থেকেই অভিনয়ের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে উঠেছে নিবিড়ভাবে।

সারার বাবা জয় অর্জুনও একজন অভিনেতা। পারিবারিকভাবেই তিনি অভিনয়ের জগতে এসেছেন এবং ধীরে ধীরে নিজেকে গড়ে তুলেছেন। তবে ‘ধুরন্ধর’ ছবিটি হতে যাচ্ছে তাঁর ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইলফলক।

রণবীর সিংয়ের সঙ্গে সারার বয়সের পার্থক্য নিয়ে ইতোমধ্যে তুমুল আলোচনা শুরু হয়েছে। ২০ বছরের এই ব্যবধান অনেকের কাছেই অস্বস্তিকর ঠেকেছে। অনেকে বলছেন, বলিউডে এই বয়সের ফারাক যেন এখন নতুন কোনো নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত সালমান খান অভিনীত ‘সিকান্দার’ ছবিতেও দেখা গেছে একই চিত্র—সালমানের বিপরীতে ছিলেন রাশমিকা মান্দানা, যিনি সালমানের চেয়ে ৩১ বছরের ছোট।

তবে ‘ধুরন্ধর’ নিয়ে নির্মাতারা ভিন্ন রকম প্রত্যাশা দেখিয়েছেন। এটি একটি পিরিয়ড অ্যাকশন ড্রামা সিনেমা, যেখানে উঠে আসবে ইতিহাসে অনুল্লিখিত কিছু গোপন নায়ক-গল্প। প্রযোজক সংস্থা জানিয়েছে, এই ছবির মূল উপজীব্য হবে সেই সব মানুষ, যাদের নাম ইতিহাসের পাতায় লেখা হয়নি, কিন্তু যাদের অবদান ছিল অপরিসীম। পরিচালক আদিত্য ধর বলেছেন, “এই ছবির প্রতিটি চরিত্রই বাস্তব ঘটনার অনুপ্রেরণায় তৈরি। আমরা সেসব নাম না জানা বীরদের গল্প বলার চেষ্টা করছি, যাঁদের রক্তে লেখা হয়েছে স্বাধীনতার ইতিহাস।”

ছবিতে সারার চরিত্রটি এখনও পুরোপুরি প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে, রণবীরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে তাঁকে দেখা যাবে। ধারণা করা হচ্ছে, সারার চরিত্রটি সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‘উরি’-খ্যাত পরিচালক আদিত্য ধর নির্মাণ করছেন ‘ধুরন্ধর’। সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের ৫ ডিসেম্বর। ছবিটি নিয়ে ইতোমধ্যে বলিউড অঙ্গনে বেশ হাইপ তৈরি হয়েছে। তবে দর্শকদের চোখ এখন সারার ওপর— দক্ষিণের সাবেক শিশু শিল্পী এবার কতটা মন জয় করতে পারেন বলিউডের পর্দায়, সেটাই দেখার বিষয়।

Facebook Comments Box

Posted ৮:১৮ পূর্বাহ্ণ | শনিবার, ১২ জুলাই ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com