সোমবার ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কোনালের সঙ্গে আমিনুল গাইলেন ‘আমার কি হও তুমি’

বিনোদন ডেস্ক   |   সোমবার, ০৭ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   40 বার পঠিত   |   পড়ুন মিনিটে

কোনালের সঙ্গে আমিনুল গাইলেন ‘আমার কি হও তুমি’

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী সোমনুর মনির কোনাল। প্লেব্যাক হোক বা অডিও গান-সঙ্গীতের প্রতিটি ধারায় সমানভাবে সরব এই গায়িকা। এবার তিনি আসছেন এক নতুন রোমান্টিক গান নিয়ে। শিরোনাম ‘আমার কি হও তুমি’।

এই গানে কোনালের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন সময়ের প্রতিভাবান শিল্পী আমিনুল ইসলাম। প্রেম, ভালোবাসা আর খুনসুটিতে মোড়া গানটির কথা ও সুর করেছেন প্রিন্স রুবেল। সংগীতায়োজন করেছেন এস পুলক। মিক্সিং ও মাস্টারিংয়ের কাজটি করেছেন তাহান খান তামিম।

গানটির ভিডিও নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত। যেখানে অভিনয় করেছেন আলভী মামুন ও আঁখি। পাশাপাশি দেখা যাবে কোনাল ও আমিনুলকেও। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে কোনাল বলেন, ‘অনেকদিন পর এমন একটা সুন্দর রোমান্টিক গান গাইলাম। গানটির কথা, সুর, সংগীতায়োজন-সব মিলিয়ে এক চমৎকার অভিজ্ঞতা হয়েছে। আমিনুল ভাইয়ের গায়কী আমাকে মুগ্ধ করেছে। গানটির শুটিং হয়েছে এক দারুণ সুন্দর লোকেশনে—লালমাটি আর সবুজে ঘেরা প্রকৃতির মাঝে। আশা করছি শ্রোতাদেরও ভালো লাগবে।’

একইভাবে আবেগ জড়ানো কণ্ঠে আমিনুল বলেন, ‘কোনাল আপুর সঙ্গে গান গাওয়া আমার কাছে স্বপ্ন পূরণের মতো। তিনি অসাধারণ গেয়েছেন, আর পুরো কাজ জুড়ে ছিলেন খুবই সহানুভূতিশীল। আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। বিশ্বাস করি, গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে।’

ডিএমএস জানিয়েছে, ১০ জুলাই, বৃহস্পতিবার তাদের ইউটিউব চ্যানেলে ‘আমার কি হও তুমি’ গানটির ভিডিও উন্মুক্ত করা হবে। একইসঙ্গে গানটি শোনা যাবে স্বাধীন মিউজিক, স্পটিফাই, অ্যাপল মিউজিকসহ দেশি-বিদেশি সব মিউজিক প্ল্যাটফর্মে।

Facebook Comments Box

Posted ৮:২১ পূর্বাহ্ণ | সোমবার, ০৭ জুলাই ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com