শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশীদের আনন্দ উল্লাস

 মুসলিম মেয়র পদপ্রার্থী মামদানীর চমক

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৫ জুন ২০২৫   |   প্রিন্ট   |   126 বার পঠিত   |   পড়ুন মিনিটে

 মুসলিম মেয়র পদপ্রার্থী মামদানীর চমক

বিশ্বের রাজধানী খ্যাত নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথমবারের মতো মেয়র পদে ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন পেতে যাচ্ছেন মুসলিম মেয়র প্রার্থী জোহরান মামদানি। নিউইয়র্ক সিটির ইতিহাসে এটি প্রথম ঘটনা। তিনি ধরাশায়ী করেছেন নিউইয়র্ক স্টেটের সাবেক গভর্নর এন্ড্রু কমোকে। এ বিজয়ে বাংলাদেশি কমিউনিটি সহ নিউইয়র্কে বসবাসরত মুসলিম কমিউনিটির মধ্যে আনন্দের বন্যা বইছে। ২৪ জুন মধ্যরাতে ফলাফল ঘোষণার পর নিউইয়র্ক সিটিতে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি জাকসন হাইটস, ব্রংকসের পার্কচেষ্টার ও ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ড ও জামাইকা এলাকায় আনন্দ মিছিল বের করে। আগামী ৫ নভেম্বরের সাধারন নির্বাচনে মামদানীকে লড়তে হবে স্বতন্ত্র পদপ্রার্থী ও বর্তমান মেয়র এরিক এডামস ও রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়ার বিরুদ্ধে। রিপাবলিক্যান প্রার্থী অনেক দুর্বল। মুসলিম প্রার্থীকে ঠেকাতে রিপাবলিকান ভোটাররা এরিক এডামসকে ভোট দিতে পারে। সেই সমীকরনে শেষ হাসি মামদানী নাকি এরিক এডামস হাসবেন তা দেখবার বিষয়। নিউউয়র্ক সিটি হেভিলি ডেমোক্র্যাটিক ভোটারদের অধ্যুষিত এলাকা। সাধারনত যিনিই ডেমোক্র্যাটিক প্রাইমারিতে জয়লাভ করেন তাকেই ধরে নেয়া হয় ভবিষ্যৎ মেয়র হিসেবে। কিন্তু সাবেক ডেমোক্র্যাটিক মেয়র এরিক এডামস লড়ছেন স্বতন্ত্রভাবে। সেখানে রিপাবলিকান ভোটাররা এডামসকে সর্মথন করলে হিসেব পাল্টে যেতে পারে। ভারতীয় বংশোদভূত ডেমোক্র্যাটিক দলের প্রাইমারি নির্বাচনে মামদানী (৩৩) সাবেক গভর্নর ও শক্তিশালী প্রতিদ্বন্দ্বী এন্ড্রু কুমোকে বিশাল ব্যবধানে পরাজিত করেছেন। ২৪ জুনের ফলাফলে রাত ১১টা পর্যন্ত ৯১% ভোটের মধ্যে জোহরান পেয়েছেন ৫০%। ৩৬% পেয়েছেন এন্ড্রু কুমো। ।

 

এক প্রতিক্রিয়ায় জোহরান মামদানী বলেছেন, দল—মতের ঊর্ধ্বে উঠে বিশ্বের রাজধানী বলে খ্যাত নিউ ইয়র্ককে ভাড়া স্থিতিশীল রাখা, সরকারি বাসের ফি তুলে নেয়া এবং নগর কর্তৃপক্ষের মালিকানাধীন সাশ্রয়ী মূল্যের মুদিদোকান তৈরি করাই হবে তার মূল লক্ষ্য। যার কারণে বাংলাদেশিসহ তরুণ প্রজন্ম মামদানিকেই পছন্দ করেছে। আগামী ৫ নভেম্বর সাধারন নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে রাতেই এন্ড্রু কুমো পরাজয় মেনে নিয়েছেন। মামদানীকে জানিয়েছেন অভিনন্দন।

 

Facebook Comments Box

Posted ৫:০৬ পূর্বাহ্ণ | বুধবার, ২৫ জুন ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com